
টিটিসির বাস থেকে নামার পর এক নারীকে যৌন নিপীড়নের ঘটনায় সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ। ২৬ অক্টোবর করিন্থিয়ান বিএলভিডি এলাকার ফার্মেসি এভিনিউয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যৌন হেনস্থার শিকার হন ওই নারী। ১৬৭ রুটের একটি বাস থেকে নামার পরই এ ঘটনার শিকার হন তিনি।
পুলিশের তথ্য অনুযায়ী, আক্রমণকারীও একই স্টপেজে বাস থেকে নামে এবং ওই নারীকে যৌন হেনস্থা করার আগে বাইসাকেলে চেপে তাকে অনুসরণ করতে থাকে। ওই নারী দৌড়ে পালালে সন্দেহভাজন পায়ে হেঁটে তাকে অনুসরণ করতে থাকে এবং আবারও তার ওপর যৌন নিপীড়ন চালায়।
ওই নারী তার কাছ থেকে সরে আসতে সক্ষম হন। ১৮ থেকে ২০ বছর বয়সী ওই সন্দেহভাজন কৃষ্ণাঙ্গ এবং উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি। তার শারীরিক গড়ন মাঝামারি ধরনের।
এদিকে এক নারীকে একজন আক্রমণকারী কাঁধে ছুরিকাঘাত করেছে বলে অভিযোগ করলে টরন্টো পুলিশ তার তদন্ত শুরু করছে। ১৯ অক্টোবর ভোর পৌনে চারটার দিকে ভুক্তভোগী ও তার কিছু বন্ধু ড্যানফোর্থ-গ্লেডহিল এভিনিউ এলাকার পাশর্^বর্তী একটি স্কুল মাঠ দিয়ে হেঁটে যাওয়ার আগে স্থানীয় একটি স্থাপনায় বসে ছিলেন। আক্রমণকারী সেখানে তাদেরকে অনুসরণ করে। এরপর সে ওই নারীর সঙ্গে তর্কে লিপ্ত হয় এবং কাঁধে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় মো নামে একজন পুরুষ সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ। পুলিশের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ছোট চুলের ওই সন্দেহভাজন কৃষ্ণাঙ্গ।
ভনে কারের ধাক্কায় আহত এক নারী গুরুতর আঘাত নিয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইয়র্ক রিজিয়নাল পুলিশ বলছে, হাইওয়ে ৭ এর উত্তরে এম্বাসি ড. ও অ্যাবারডিন এভিনিউয়ের কাছে ওই নারীকে ধাক্কা দেয় কারটি।
এছাড়া ব্যাথার্স্ট স্ট্রিটের সামান্য পশ্চিমে থর্নহিল উডস ড. এরিয়ার রাদারফোর্ড রোডে তিনটি গাড়ির সংঘর্ষের ঘটনাও তদন্ত করে দেখছে পুলিশ। শনিবার রাত ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে এবং গুরুতর আহত এক ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়। সবগুলো ঘটনার তদন্তই অব্যাহত রেখেছে পুলিশ।