বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
5.9 C
Toronto

Latest Posts

অন্টারিও লিবারেলের স্কারবোরো সাউথওয়েস্ট রাইডিংয়ের নয়া কমিটি

- Advertisement -
সবগুলি পদেই বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা বিজয়ী হয়েছেন

অন্টারিও লিবারেল পার্টির স্কারবোরো সাউথ ওয়েষ্ট রাইডিং এসোসিয়েশনের নির্বাচনে প্রেসিডেন্ট- সেক্রেটারিসহ প্রায় সবগুলি পদেই বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। গত ৩ নভেম্বর সন্ধ্যায় স্কারবোরোর ভ্যারাইটি ভিলেজে এজিএম ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

সৈয়দ আমিনুল ইসলাম প্রেসিডেন্ট এবং নাইমা ফেরদৌসী সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে আজিজুর মোল্লা এবং কমিউনিকেশন চেয়ার পদে ড. মোহাম্মদ হানিফ নির্বাচিত হন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন পলিসি চেয়ার সুমন রায়, সংগঠন ও নির্বাচনী প্রস্তুতি চেয়ার মোহাম্মদ কফিল উদ্দিন, যুব চেয়ার কৌমিতা সাতকুনারাজন, ট্রেজারার সিরাজুল ইসলাম, মেম্বারশীপ চেয়ার এরিক চেন, তহবিল সংগ্রহ বিষয়ক চেয়ার ফারহানা খান, ডিরেক্টর কাদিরা জ্যাকসন, কামরুল আহমেদ, এমডি আব্দুল্লাহ আল মামুন, দিনা আব্বাস, আলী ডিমারক্যান, এমডি দেলোয়ার হোসেন, মোহাম্মদ আমানুল হক, জহিরুদ্দিন একেএম, মোহাম্মদ দেলোয়ার হোসেন, এমডি কবিরুল ইসলাম, এবিএম সোলেমান, হোসেনে আরা আকতার ও শরিফুল হক। রাইডিং এসোসিয়েশনের নতুন প্রেসিডেন্ট সৈয়দ আমিনুল ইসলাম এক প্রতিক্রিয়ায় বলেন, আমরা বাংলাদেশি কমিউনিটি অন্য সব কমিউনিটির চেয়ে বেশি শক্তিশালী।

- Advertisement -

এটা আবারও প্রমাণ হয়েছে। আমরা দেখিয়ে দিয়েছি মূল ধারার রাজনীতিতে আমাদের বাদ দেওয়ার আর সুযোগ নেই। তিনি বলেন, বাংলাদেশি কানাডীয়ানরা মূলধারার রাজনীতির প্রতি অধিকতর আগ্রহী হচ্ছে- এটি অত্যন্ত ইতিবাচক দিক। রাইডিং এসোসিয়েশনের নির্বাচনে বিপুল সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত লিবারেল সমর্থক ভোট দিয়েছেন এবং নেতৃত্ব নির্বাচনে ভূমিকা রেখেছেন। আমি ভোট দিয়ে নেতৃত্ব নির্বাচনের জন্য সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

সৈয়দ আমিনুল ইসলাম বলেন, আমি সবাইকে সাথে নিয়ে স্কারবোরো সাউথওয়েষ্টে লিবারেল পার্টির অবস্থান সুসংহত করতে নিরলসভাবে কাজ করে যাবো। এজন্য সবার কাছে সহযোগিতা কামনা করছি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.