
কানাডার টরন্টোতে অনুষ্ঠিত ওয়াটারফ্রন্ট ম্যারাথনে দেশের পতাকা হাতে সফলভাবে অংশ নিয়েছেন ৫ বাংলাদেশি। তাদের মধ্যে ৪জন বাংলাদেশি-কানাডিয়ান। ২০০০ সালে যাত্রা শুরু হয়ে প্রতিবছরের মত এবছর ১৬ অক্টোবর এই ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ থেকে আগত একমাত্র দৌড়বিদ প্রশান্ত রায়’সহ বাংলাদেশী-কানাডিয়ান আরো চারজন দৌড়বিদ এই ইভেন্টে অংশগ্রহণ করেন। তারা হলেন-হাসনাত শফিক রাসেল, আয়ান চৌধুরী, আজহার চৌধুরী ও মিহাল আহসান। বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা হাতে প্রশান্ত রায়ের এটি ষষ্ঠ ইভেন্ট।
কোভিড পরবর্তী সময়ে উন্মুক্ত পরিবেশে অনুষ্ঠিত এই দৌড়ে ৭০ টি দেশের ২২,০০০’র বেশি দৌড়বিদ অংশগ্রহণ করেন। টরন্টো ডাউনটাউন ইউনিভার্সিটি এভিনিউ থেকে যাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন স্থান ঘুরে ডাউনটাউন সিটি হলের সামনে শেষ হয়।
রেস ডেতে ম্যারাথনের সাথে হাফ ম্যারাথন এবং পাঁচ কি.মি. অন্তর্ভুক্ত ছিল।
এই ম্যারাথন দৌড়টি দ্রুত এলিট লেভেল ম্যারাথনে পরিণত হয়েছে এবং এটি উত্তর আমেরিকার মাত্র পাঁচটি আইএএএফ গোল্ড লেভেল (IAAF Gold Label) ম্যারাথনের মধ্যে একটি।