বুধবার, মে ১, ২০২৪
16.1 C
Toronto

Latest Posts

বাংলা একাডেমির সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কার প্রাপ্তিতে জসিম মল্লিকের সঙ্গে আনন্দ সন্ধ্যা

- Advertisement -
বাংলা একাডেমির সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কার ২০২২ পেয়েছেন টরন্টো প্রবাসী জনপ্রিয় কথাসাহিত্যিক, সাংবাদিক জসিম মল্লিক

বাংলা একাডেমির সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কার ২০২২ পেয়েছেন টরন্টো প্রবাসী জনপ্রিয় কথাসাহিত্যিক, সাংবাদিক জসিম মল্লিক। এই উপলক্ষে গত ১৬ অক্টোবর রবিবার টরন্টোর লবঙ্গ রেস্টুরেন্টে আয়োজন করা হয় আনন্দ সন্ধ্যার। বাংলামেইল সম্পাদক ও এনআরবি টিভির সিইও শহিদুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা সাহিত্যের দুই উজ্জল নক্ষত্র, বিশিষ্ট কবি আসাদ চৌধুরী এবং জনপ্রিয় ছড়াকার লুৎফর রহমান রিটন। লেখক জসিম মল্লিককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগ নেতা নওশের আলী, কৃষিবিদ ও আওয়ামী লীগ নেতা ফায়েজুল করিম, আবৃত্তিশিল্পী আসমা হক, লেখক ঋতু মীর, সাংবাদিক সুব্রত নন্দী, রিয়েলটর ফরহাদ আহমেদ মিশু, সংগঠক সায়েম আহমেদ, সঙ্গীতশিল্পী মুক্তি প্রসাদ, সংগঠক মুনীর বাবু প্রমুখ। নতুনদেশ প্রধান সম্পাদক শওগাত আলী সাগরের প্রাণবন্ত সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক, গবেষক ড. মোজাম্মেল খান, কবি ও লেখক সাইফুল্লাহ মাহমুদ দুলাল, সাংবাদিক রেজাউল হাসান, বিশিষ্ট চিত্রশিল্পী ও লেখক সৈয়দ ইকবাল, অন্যমেলার কর্ণধার সাদী আহমেদ, লেখক হাসান মাহমুদ, প্রবাসীকন্ঠ সম্পাদক খুরশীদ আলম, বিশিষ্ট লেখক তাসরীনা শিখা, লেখক জালাল কবির, কবি মোয়াজ্জেম খান মনসুর, প্রকৌশলী শামসুল আলম, চলচ্চিত্র নির্মাতা এনায়েত করিম বাবুল, লেখক সেলিনা সিদ্দিকী সুশু, সাংবাদিক সুব্রত নন্দী এবং জসিম মল্লিকের কন্যা অরিত্রী। সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ফারহানা শান্তা।

বিশেষ অতিথি আসাদ চৌধুরী বলেন, জসিম মল্লিকের এই পুরস্কার প্রাপ্তিতে আমি আনন্দিত। যে কোনো পুরস্কার লেখককে উৎসাহ যোগায়। জসিম আরো লিখবে এবং এগিয়ে যাবে।

- Advertisement -

আরেক বিশেষ অতিথি লুৎফর রহমান রিটন বলেন, জসিম মল্লিকের পুরস্কারপ্রাপ্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে টরন্টোবাসী প্রিয়জনদের উপস্থিতিতে আমি মুগ্ধ। এই আয়োজনে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত। আমি মনে করি বাংলা একাডেমি কতৃপক্ষ একজন যোগ্য লেখককেই পুরস্কারটি দিয়েছেন।

পুরস্কারপ্রাপ্ত লেখক জসিম মল্লিক বলেন, আমি আজ আবেগ আপ্লুত। নিজের আনন্দের জন্যে আমি লিখি। কিন্তু আপনারা আজ আমার প্রতি যে ভালোবাসা প্রকাশ করলেন সেটা আমার জীবনের সর্বোচ্চ প্রাপ্তি। আপনাদের প্রতি কৃতজ্ঞতা।

সভাপতি শহিদুল ইসলাম মিন্টু বলেন, প্রবাসে বসবাস করেও জসিম মল্লিক একাগ্রচিত্তে লেখালেখি করেছেন। নিয়মিত ঢাকার একুশে বইমেলায় হাজির হয়েছেন। শত প্রতিকূলতাকে পাশ কাটিয়ে অবিরাম লিখেছেন। আর এরই ফলশ্রুতিতে তার এই অর্জন। অভিনন্দন তাকে।
টরন্টোর বিপুল সংখ্যক বিশিষ্টজনের উপস্থিতিতে পুরো আয়োজনটি ভিন্নমাত্রা লাভ করে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.