গত ৮ অক্টোবর ৭৩ থর্ন ক্লিফ রোডের ই. টি. সিটন পার্কে “পার্ক-পিপল” এর উদ্যোগে র্যাভিন ডে উদযাপন করা হয়
গত ৮ অক্টোবর ৭৩ থর্ন ক্লিফ রোডের ই. টি. সিটন পার্কে “পার্ক-পিপল” এর উদ্যোগে র্যাভিন ডে উদযাপন করা হয়। দিনটি পালন করার জন্য টেইলার মেসি ও ওকরিজ নেইবারহুডের ৪০ এর অধিক বাসিন্দা তাদের পরিবার-পরিজন সহ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পার্ক-পিপলের কর্মকর্তা সিন্ডি হ্যাসি (Cindy Hashie), প্রেইরি ড্রাইভ পার্কের র্যাভিন চ্যাম্পিয়ন শাহ গোলাম মহিউদ্দিন, ডেন্টোনিয়া পার্কের র্যাভিন চ্যাম্পিয়ন নাদিরা তাবাসসুম এবং কমিউনিটি লিডার আনার দিলারা এর সার্বিক তত্ত্বাবধানে এবং সহযোগিতায় বাসিন্দাদের বাস ট্যুরের মাধ্যমে উক্ত পার্কে নিয়ে যাওয়া হয়।
বাসে যাওয়ার পথে সবাই ডন ভ্যালি নদীর উভয় পার্শ্বে শরতের মনোমুগ্ধকর দৃশ্যাবলী উপভোগ করেন। রংবেরঙের গোলাপি, লাল, হলুদ, পার্পল, কমলা, নীলাভ সবুজ বর্ণের পাতা এবং প্রকৃতির অপূর্ব দৃশ্য ও সৌন্দর্য উপভোগ করে সবাই বিমোহিত হন। সিটন পার্কে আদিবাসীদের ভূমির প্রতি শ্রদ্ধা জানিয়ে পার্ক-পিপল কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের শুরু করা হয়। টরন্টোর বিভিন্ন স্থান থেকে আমন্ত্রিত বিভিন্ন স্তরের শতাধিক বাসিন্দা পার্কের মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেন। তাদের জন্য ট্রেইলে হাটা, ডন নদীর শাখার পানি প্রবাহ পর্যবেক্ষণ, বিভিন্ন জলজ উদ্ভিদ, জীবজন্তু এবং পাখি স্বচক্ষে অবলোকন করার আয়োজন করা হয়। পার্ক-পিপলের অন্যতম কর্মকর্তা কেলসি কেরিরি (Kelsey Carriere) আদিবাসীরা কিভাবে মাটি পানি এবং প্রাকৃতিক সম্পদকে যথাযথভাবে ব্যবহার ও রক্ষণাবেক্ষণ করতেন তা বিশদভাবে ব্যাখ্যা করেন। র্যাভিন চ্যাম্পিয়ন এবং SWASTI এর পরিচালক নাদিরা তাবাসসুম অংশগ্রহণকারীদের নিয়ে স্বাস্থ্যের জন্য উপকারী
একটি মেডিটেশন প্রোগ্রাম সুচারুরূপে পরিচালনা করেন। তাছাড়া অনুষ্ঠানে আগত শিশু কিশোরদের উপভোগের জন্য বিভিন্ন রকমের খেলাধুলারও ব্যবস্থা রাখা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিতদের মধ্যে হালাল, সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার পরিবেশন করা হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে দিনটি উদযাপনের সমাপ্তি ঘোষনা করা হয়। পরিশেষে পুনরায় বাস ট্যুরের মাধ্যমে আগত সবাইকে নিজ নিজ গন্তব্যস্থানে পাঠানোর ব্যবস্থা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।