শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
7.8 C
Toronto

Latest Posts

ক্ষমা চাইলেন টিএসএন রেডিও হোস্ট ম্যাথিউ রস

- Advertisement -
টরন্টো ব্লু জেজের ক্যাচের আলেজান্দ্রো কার্ককে নিয়ে টুইটারে করা মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন টিএসএন রেডিওর হোস্ট ম্যাথিউ রস

টরন্টো ব্লু জেজের ক্যাচের আলেজান্দ্রো কার্ককে নিয়ে টুইটারে করা মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন টিএসএন রেডিওর হোস্ট ম্যাথিউ রস। টিএসএন ৬৯০তে প্রচারিত রসের শো উইকেন্ড গেম প্ল্যানের ফেসবুক পেজে এক পোস্টে ক্ষমা চান তিনি। বেল মিডিয়া হচ্ছে টিএসএন ও সিটিভি নিউজের মূল কোম্পানি।

ফেসবুক পোস্টে রস বলেন, আলেজান্দ্রো কার্ক, আলেক মানোয়াহ, টরন্টো ব্লু জেজ, জেজের ভক্ত অন্য যে কেউ আমার টুইটে আহত হয়ে থাকলে সবার কাছেই আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি। যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে তা ছিল কঠোর। এজন্য আমি গভীরভাবে দুঃখিত।

- Advertisement -

এর আগে ব্লু জেজ তাদের টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে, যেখানে দেখা যায় খেলার সময় কার্ক প্রথম থেকে হোম প্লেটের দিকে দৌড়াচ্ছেন। ওই খেলায় ব্লু জেজ টাম্পা বে রেসের বিরুদ্ধে জয়লাভ করতে পারতো।

এর প্রতিক্রিয়ায় রস এক টুইটে লেখেন, এটা ভালো। একই সঙ্গে খেলার জন্য এটা বিড়ম্বনার। কার্কের সমর্থনে এগিয়ে এসে পিচার আলেক মানোয়াহ টুইটে লেখেন, আসল বিবৃতকর এটা যে, ম্যাথিউয়ের মতো লোকেরা যারা একদিনের জন্যও বড় কোনো লিগ খেলেনি তারা মনে করে যে, গৎবাঁধা নিয়ন্ত্রণ করতে পারবেন।

ক্ষমা চেয়ে দেওয়া বিবৃতিতে রস বলেন, আমি টুইটটি করেছিলাম এই ভেবে যে, এই ক্লিপটি আরও কৌতুকের জন্ম দেবে। এটাই চিল কারণ। এর বাইরে কিছু নয়।

রস মানোয়াহকে সতীর্থের সহায়তায় দারুণ বন্ধু হিসেবে উল্লেখ করেন এবং বলেন, শারীরিক বিষয় নিয়ে সমস্যায় থাকা কাউকে আহত করা তার এই মন্তব্যের উদ্দেশ্য নয়।
যাদেরকে বুলিংয়ের মধ্য দিয়ে যেতে হয় ও আমার ঘনিষ্ঠ কাউকে যখন শরীর সম্পর্কিত কোনো বিষয় নিয়ে লড়াই করতে দেখি তখন আমার হৃদয় ভেঙে যায়। খেলা নিয়ে আমার ধারাবিবরণী ভালো ছিল না।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.