
ভ্যাকসিনেশস সংক্রান্ত পুরনো নথিপত্রের কারণে সেকেন্ডারি স্কুলের ১ হাজার ৫০০ শিক্ষার্থীকে বহিস্কার করেছে অন্টারিওর উইন্ডসর জনস্বাস্থ্য ইউনিট। ইউন্ডসর-এসেক্স স্বাস্থ্য ইউনিট বলেছে, সারা সপ্তাহজুুড়ে ক্লিনিকে ভ্যাকসিন নেওয়া যাবে এবং ভ্যাকসিনেশন সংক্রান্ত তথ্য হালনাগাদ হলে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরতে পারবে।
শিক্ষার্থী অথবা তাদের অভিভাবকরা হালনাগাদ তথ্য সরাসরি জনস্বাস্থ্য ইউনিটের অফিসে জমা দিতে পারবেন। অথবা তাদের প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানকারীরা ফ্যাক্স করতে পারবেন।
স্বাস্থ্য ইউনিট গত আগস্টে ৮ হাজার শিক্ষার্থীরা তথ্য হালনাগাদ করার সময়সীমা বেঁধে দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হলো। সোমবারের মধ্যে তথ্য হালনাগাদ করতে বলা হয়েছিল। তা না হলে ২০ দিনের বহিস্কারাদেশের কথা উল্লেখ করেছিল জনস্বাস্থ্য ইউনিট।
অন্টারিওর ইমিউনাইজেশন অব স্কুল পিউপিলস অ্যাক্ট অনুযায়ী, শিক্ষার্থীদের স্কুলে উপস্থিত হতে হলে সুনির্দিষ্ট রোগ যেমন পোলিং, হাম, টিটেনাস, মাম্পস ও ডিপথেরিয়ার ভ্যাকসিন নেওয়ার শর্ত রয়েছে। তবে ধর্মীয় ও স্বাস্থ্যগত কারণে এ থেকে অব্যাহতির সুযোগও রয়েছে।
প্রদেশজুড়ে স্বাস্থ্য ইউনিটগুলো বলছে, দুই বছর ধরে কোভিড-১৯ মহামারির কারণে নিয়মিত ভ্যাকসিনেশন ও নথি সংরক্ষণ কাজ বিঘিœত হয়েছে। শিক্ষার্থীরা যাতে এই পিছিয়ে পড়া থেকে বেরিয়ে আসতে পারে সেজন্য ক্লিনিক পরিচালনা করছে স্বাস্থ্য ইউনিটগুলো।