শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
10.8 C
Toronto

Latest Posts

আন্তর্জাতিক নার্সদের সাময়িক নিবন্ধনের প্রস্তাব

- Advertisement -
স্বাস্থ্যমন্ত্রী সিলভিয়া জোন্স

আন্তর্জাতিক নার্সদের সাময়িকভিত্তিতে নিবন্ধনের প্রস্তাব দিয়েছে অন্টারিওর নার্সিং কলেজ। এর ফলে নার্স সংকটের মধ্যে প্রায় ৬ হাজার আবেদনকারী প্রদেশের হাসপাতালগুলোতে কাজ করতে পারবেন। কারণ, নার্স সংকটের কারণে হাসপাতালের জরুরি কক্ষ বন্ধ রাখতে হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী সিলভিয়া জোন্স সম্প্রতি দুই সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক নার্সদের নিবন্ধনের পরিকল্পনা তৈরি করতে নার্সেস অব অন্টারিওকে সম্প্রতি নির্দেশনা দেন। এর প্রতিক্রিয়া জানিয়েছে কলেজ। সেই সঙ্গে তারা বলেছে, আবেদনকারী ৫ হাজার ৯৭০ জন বিদেশি নার্স বর্তমানে অন্টারিওতে বাস করছেন। মন্ত্রী চাইলে কলেজ নীতিমালায় পরিবর্তন আনতে পারে, যার ফলে আন্তর্জাতিকভাবে প্রশিক্ষিত নার্সরা সাময়িকভাবে নিবন্ধনের সুযোগ পাবেন। এরপর তারা শিক্ষা ও পরীক্ষা সম্পন্ন করবেন।

- Advertisement -

অনুমোদিত অন্য কোথাও নার্সিং শিক্ষা সম্পন্ন করেছেন এমন আবেদনকারীদেরকেই কেবল সাময়িকভাবে নিবন্ধনের প্রস্তাব দিয়েছে। সেই সঙ্গে একটির পরিবর্তে দুটি পরীক্ষায় অকৃতকার্য হলেই কেবল সাময়িক সনদ বাতিলের সুপারিশ করেছে তারা।
পাশাপাশি কাজের বাইরে থাকা অন্টারিওতে বসবাসকারী ৫ হাজার ৩০০ নার্সকেও তারা চাইলে কাজে ফেরানোর প্রস্তাব করেছে কলেজ। বর্তমান আইন অনুযায়ী, কোনো নার্সকে পুনরায় কাজে ফিরতে হলে শেষ তিন বছরের মধ্যে অবশ্যই তাদেরকে কাজে থাকতে হবে। এই নিয়মটিতে পরিবর্তন আনা প্রয়োজন বলে মনে করছে কলেজ।

অস্ত্রোপচারের জন্য অপেক্ষমাণ সময় কমিয়ে আনা, হাসপাতালের বেশি সংখ্যক শয্যা খালি করা এবং স্বাস্থ্য ব্যবস্থায় স্থিতিশীলতা আনতে একটি পরিকল্পনা ঘোষণা করেছেন স্বাস্থ্যমন্ত্রী সিলভিয়া জোন্স। এর একটি হলো আন্তর্জাতিকভাবে প্রশিক্ষিত নার্সসের পরীক্ষা, আবেদন ও নিবন্ধন ফি সাময়িকভাবে বহন করা। এছাড়া কলেজ কর্তৃপক্ষও আন্তর্জাতিকভাবে প্রশিক্ষিত বেশি সংখ্যক নার্সকে নিতে পারে।

এছাড়া আন্তর্জাতিকভাবে শিক্ষিত চিকিৎসকের প্রাপ্যতার ভিত্তিতে আবাসিক চিকিৎসকের সংখ্যা বাড়াতেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছে কলেজ। কলেজের প্রেসিডেন্ট, নিবন্ধক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এক চিঠিতে বলেন, আন্তর্জাতিকভাবে শিক্ষিত চিকিৎসকদের জন্য আবাসিক চিকিৎক পদ সীমিত হওয়ায় অন্টারিও ভবিষ্যৎ চিকিৎসকের ভিত্তি দ্রুত বর্ধিত করার সুযোগ সীমতি করে ফেলছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.