শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
3.3 C
Toronto

Latest Posts

ভাষার সঙ্গেই সম্পৃক্ততা বেশি

- Advertisement -
অধিকাংশ কানাডিয়ানের কাছে তাদের পরিচয়ের অন্যান্য অনুষঙ্গ এমনকি দেশের চেয়েও তাদের প্রধান ভাষার সঙ্গে সংশ্লিষ্টতা বেশি বলে নতুন এক সমীক্ষায় উঠে এসেছে

অধিকাংশ কানাডিয়ানের কাছে তাদের পরিচয়ের অন্যান্য অনুষঙ্গ এমনকি দেশের চেয়েও তাদের প্রধান ভাষার সঙ্গে সংশ্লিষ্টতা বেশি বলে নতুন এক সমীক্ষায় উঠে এসেছে। অ্যাসোসিয়েশন ফর কানাডিয়ান স্টাডিজের জন্য সমীক্ষাটি পরিচালনা করেছে লেজার।

সমীক্ষায় অংশ নেওয়া ৮৮ শতাংশ কানাডিয়ানই তাদের প্রধান ভাষার সঙ্গে শক্তিশালী সংশ্লিষ্টতার কথা উল্লেখ করেছেন। কানাডার সঙ্গে শক্তিশালী সংশ্লিষ্টতার কথা ব্যক্ত করেছেন ৮৫ শতাংশ কানাডিয়ান। ভাষার প্রতি গুরুত্বের বিষয়টি বেশি লক্ষ্যণীয় ফ্রাঙ্কোফোন ও আদিবাসী জনগণের মধ্যে।

- Advertisement -

সমীক্ষা অনুযায়ী, ভৌগলিকতা, জাতিসত্ত্বা ও ধর্মীয় সম্পৃক্ততার চেয়ে প্রাথমিক ভাষার সঙ্গে কানাডিয়ানদের শক্তিশালী সংযোগের বিষয়টি উঠে এসেছে। পরিচয়ের অন্য নির্দেশকগুলোও বিবেচনায় নেওয়া হয়েছে সমীক্ষায়। তাতে দেখা গেছে, কানাডিয়ানরা সবচেয়ে কম আকর্ষণ বোধ করেন ধর্মীয় গ্রুপের সঙ্গে।

অ্যাসোসিয়েশন ফর কানাডিয়ান স্টাডিজের প্রেসিডেন্ট জ্যাক জেডওয়াব বলেন, জনগণের পরিচয়ে ভাষা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটাই বড় করে তুলে আনা হয়েছে সমীক্ষায়। ভাষাকে যারা পরিচয় প্রকাশের অন্য বিষয়গুলোর চেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন না সেসব কানাডিয়ান এতে আঁতকে উঠতে পারেন। তাই লোকজনের ভাষাকে কম গুরুত্ব দেওয়া উচিত নয়। যোগাযোগ সহজ করতে এবং সংস্কৃতি প্রকাশে ভাষার দ্বৈত ভূমিকা রয়েছে। লোকজনের মধ্যে অন্য ভাষার গুরুত্ব কমানোর প্রবণতা রয়েছে।

৮ থেকে ১০ জুলাই ১ হাজার ৭৬৪ জন কানাডিয়ানের ওপর অনলাইনে সমীক্ষাটি পরিচালনা করা হয়। সমীক্ষার ফল অনুযায়ী, কানাডায় যারা ফ্রেঞ্চ ভাষায় কথা বলে থাকেন তাদের ৯১ শতাংশেরই ভাষার প্রতি তাদের শক্তিশালী সংযুক্তি রয়েছে। কানাডার প্রতি শক্তিশালী সংযুক্তি রয়েছে এদের ৬৭ শতাংশের।

কুইবের লোকজনের মধ্যে অন্য যেকোনো প্রদেশের তুলনায় তাদের প্রাথমিক ভাষার প্রতি সবচেয়ে শক্তিশালী সংযুক্তি দেখা গেছে। ধর্মীয় গ্রুপের প্রতি আকর্ষণের কথা জানিয়েছেন সমীক্ষায় অংশ নেওয়া মাত্র ৩৭ শতাংশ কানাডিয়ান।

স্ট্যাটিস্টিকস কানাডার ভাষা নিয়ে সাম্প্রতিক শুমারির ফলাফল প্রকাশের প্রাক্কালে সমীক্ষার এ ফলাফল সামনে আনা হলো। সর্বশেষ সমীক্ষা অনুযায়ী, ইংলিশ-ফ্রেঞ্চ দ্বৈতভাষীর হার ২০১১ সালের ১৭ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে ২০১৬ সালে ১৭ দশমিক ৯ শতাংশে উন্নীত হয়েছে। কানাডার ইতিহাসে এটাই দ্বৈতভাষীর সর্বোচ্চ হার। এই বৃদ্ধিতে ৬০ শতাংশ ভূমিকা কুইবেকের।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.