শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
4 C
Toronto

Latest Posts

লাইসেন্স প্লেট নবায়নের তাগিদ

- Advertisement -
অন্টারিও প্রভিন্সিয়াল পুলিশের সার্জেন্ট কেরি শিমিট চালকদের এই বলে সতর্ক করে দেন যে, লাইসেন্স প্লেট নবায়নে ব্যর্থ হলে তাদেরকে কঠোর জরিমানার মুখে পড়তে হতে পারে

বিনামূল্যে হওয়া সত্ত্বেও লাইসেন্স প্লেট নবায়ন করে নিতে চালকদের স্মরণ করিয়ে দিচ্ছে অন্টারিও পুলিশ। অন্টারিও গত মার্চে লাইসেন্স প্লেট নবায়ন ফি বাতিল করলেও নবায়নের প্রক্রিয়াগুলো অনুসরণ করা এখনও প্রয়োজন। প্রদেশের পক্ষ থেকে বলা হয়েছে, ফি বাতিলের ফলে বছরে ১২০ ডলার সাশ্রয় হবে চালকদের।

অন্টারিও প্রভিন্সিয়াল পুলিশের সার্জেন্ট কেরি শিমিট চালকদের এই বলে সতর্ক করে দেন যে, লাইসেন্স প্লেট নবায়নে ব্যর্থ হলে তাদেরকে কঠোর জরিমানার মুখে পড়তে হতে পারে। লাইসেন্স প্লেট নবায়ন না করায় অন্টারিওর কোনো কোনো চালককে ৫০০ ডলার পর্যন্তও জরিমানা করা হয়েছে।

- Advertisement -

শিমিট এর আগে বলেছিলেন, আপনার কী সম্প্রতি জন্মদিন ছিল? আপনার মেইলে কী জন্মদিনের কার্ড এসেছিল? এখন পর্যন্ত একটা মেইল আপনি পাননি এবং তা হলো আপনার যাত্রীবাহী গাড়ি, হাল্কা বাণিজ্যিক ট্রাক ও মোটরসাইকেলের জন্য ভিএএল ট্যাগটি নবায়নের ব্যাপারে পরিবহন মন্ত্রণালয় থেকে নোটিশ। এজন্য আপনার কোনো খরচ হবে না। তারপরও আপনাকে অনলাইনে গিয়ে আপনার নিবন্ধনটি নবায়ন করতে হবে। কর্মকর্তারা প্রদেশে সঠিন নিবন্ধন ছাড়াই অনেক যানবাহনের চলাচল দেখতে পাচ্ছেন। এজন্য আপনাকে টিকেট দেওয়া হতে পারে।

ইমেইল পেতে হলে মেয়াদ শেষ হওয়ার ৬০ ও ৩০ দিনের মধ্যে টেক্সট অথবা ফোন করতে হবে। স্মরণ করিয়ে দেওয়ার জন্য প্রদেশের বর্তমানে ডিজিটাল সেবার ব্যবস্থা রয়েছে। অন্টারিওর চালকরা সার্ভিস অন্টারিওতে সশরীরে, অনলাইনে অথবা মেইলের মাধ্যমে লাইসেন্স প্লেট নবায়ন করতে পারবেন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.