
কোয়ান্টাম মেডিটেশন সোসাইটির উদ্যোগে টরোন্টোতে অবস্থিত ক্রিসেন্ট টাউন ক্লাব হলরুমে প্রতি রবিবার নিয়মিত আয়োজন করা হয় মেডিটেশন প্রোগ্রাম “সাদাকায়ন”।
অনুষ্ঠানটি সাজানো হয় জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা ও মেডিটেশন দিয়ে। গত ৮ মে উদযাপিত হলো বর্ষবরণ উৎসব ১৪২৯। এসপ্তাহের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোট ২৫ জন।
প্রতি রবিবারের সকাল ১০-৩০ থেকে ১১-৩০ এর এই প্রোগ্রামটি সকলের জন্য উন্মুক্ত। আপনার সন্তান, প্রতিবেশী ও আত্মীয়-বন্ধুদের নিয়ে এতে অংশ নিতে পারেন। যোগাযোগ করুন ৬৪৭ -৭৪০-২৮০০, [email protected] ।