
অন্টারিওর মহাসড়কগুলোর ছয়টি সেকশনে যানবাহনের সর্বোচ্চ হতিসীমা ঘণ্টায় ১১০ কিলোমিটার বেঁধে দেওয়া হয়েছে। প্রদেশের মহাসড়কগুলোর নির্দিষ্ট কিছু স্থানে গতিসীমা বৃদ্ধিতে ২০১৯ সালে পরীক্ষামূলক একটি প্রকল্প হাতে নেয় প্রদেশ। ২২ এপ্রিল থেকে এই গতিসীমা স্থঅয়ী রূপ পাবে বলে জানিয়েছে দ্য কানাডিয়ান প্রেস।
পরিবহনমন্ত্রী ক্যারোলাইন মালরোনি এক বিবৃতিতে বলেছেন, উচ্চ গতির ভার বহন করতে পারে সেটা জেনেই ওই স্থানগুলো সতর্কতার সঙ্গে নির্বাচন করা হয়েছে।
এগুলো হলো হ্যামিল্টন থেকে সেইন্ট ক্যাথারিন্স পর্যন্ত কুইন এলিজাবেথ ওয়ে, লন্ডন থেকে সারনিয়া পর্যন্ত ৪০২ নম্বর মহাসড়ক, অটোয়া থেকে কুইবেক সীমান্ত পর্যন্ত মহাসড়ক ৪১৭, কানাটা এরিয়া থেকে আর্নপ্রিয়র, উইন্ডসর থেকে টিলবারি পর্যন্ত মহাসড়ক ৪০১ এবং নিউমার্কেট থেকে উডবাইন পর্যন্ত মহাসড়ক ৪০৪। দুই বছর আগে পরিচালিত সমীক্ষায় যারা অংশ নিয়েছিলেন তাদের ৮০ শতাংশ পরীক্ষামূলক প্রকল্পটির প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছেন বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে।
এছাড়া নতুন আরও দুটি স্থানে পরীক্ষামূলকভাবে ঘণ্টায় ১১০ কিলোমিটার গতিসীমার ঘোষণা দিয়েছে অন্টারিও। এগুলো ম্যাকটিয়ার থেকে নোবেল পর্যন্ত মহাসড়ক ৪০০ এবং এমসডেল থেকে সাউথ রিভার পর্যন্ত মহাসড়ক ১১। সরকারের তরফ থেকে বলা হয়েছে, ২০১৯ সাল থেকে যে ছয়টি সেকশনে ঘণ্টায় ১১০ কিলোমিটার গতিসীমা চালু আছে সেগুলোয় দুর্ঘটনার আশঙ্কা ১০০ কিলোমিটার গতির মহাসড়কগুলোর মতোই। আরও ছয়টি প্রদেশেও মহাসড়কের সুনির্দিষ্ট কিছু স্থানে ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি গতিসীমা আছে।