রবিবার, মে ৫, ২০২৪
10.8 C
Toronto

Latest Posts

৩.১ বিলিয়ন ডলারের স্বাস্থ্যসেবা চুক্তি

- Advertisement -
প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ বৃদ্ধি ও অপেক্ষমাণ সময় কমিয়ে আনতে ফেডারেল সরকারের সঙ্গে ৩১০ কোটি ডলারের স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষর করেছেন অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড

প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ বৃদ্ধি ও অপেক্ষমাণ সময় কমিয়ে আনতে ফেডারেল সরকারের সঙ্গে ৩১০ কোটি ডলারের স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষর করেছেন অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড। ৯ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো চুক্তির বিষয়টি ঘোষণা করেন। এ নিয়ে অটোয়ার ২০ কোটি ডলারের স্বাস্থ্যসেবা চুক্তির আওতায় পঞ্চম প্রদেশ হিসেবে অন্টারিও যুক্ত হলো।
এরই মধ্যে যেসব প্রদেশ চুক্তিতে স্বাক্ষর করেছে সেগুলো হলো ব্রিটিশ কলাম্বিয়া, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, আলবার্টা এবং নোভা স্কশিয়া।

অন্টারিও স্বাস্থ্যসেবায় অর্থ পরিশোধের জন্য দুই সরকার ১০ বছর মেয়াদি চুক্তিতে উপনীত হওয়ার প্রায় এক বছর পর ঘোষণাটি এল। প্রিমিয়াররা ফেডারেল সরকারের প্রতি তাদের স্বাস্থ্য বাজেটের ৩৫ শতাংশ প্রদানের জন্য আহ্বান জানিয়ে আসছেন। বর্তমানে প্রদেশগুলো তাদের স্বাস্থ্য বাজেটের ২২ শতাংশ ফেডারেল সরকারের কাছ থেকে পেয়ে থাকে। এটা হলে বৃদ্ধির পরিমাণ দাঁড়াবে বার্ষিক ২ হাজার ৮০০ কোটি ডলার। এরপর প্রতি বছর বার্ষিক অতিরিক্ত ৫ শতাংশ।

- Advertisement -

এক বছর আগে অটোয়া বলেছিল, অন্টারিওর সঙ্গে চুক্তির আওতায় শিশু হাসপাতাল ও জরুরি কক্ষের জন্য জরুরি প্রয়োজন মেটাতে ৮৪০ কোটি ডলারের পাশাপাশি এককালীন ৭৭ কোটি ৭০ লাখ ডলার দেওয়া হবে।

চুক্তির অংশ হিসেবে প্রদেশগুলো পারিবারিক স্বাস্থ্যসেবা প্রাপ্তি সম্প্রসারণ, স্বাস্থ্যকর্মীদের সহায়তা ও অনিষ্পন্ন কাজ কমিয়ে আনা, মানসিক স্বাস্থ্যসেবায় সহায়তা বৃদ্ধি এবং ডিজিটাল টুলসহ তাদের স্বাস্থ্যসেবা ব্যবস্থা আধুনিকায়নে রাজি হয়। ৯ ফেব্রুয়ারির প্রতিশ্রুত ৩১০ কোটি ডলার এই চুক্তির প্রথম তিন বছরের আওতায় দেওয়া হবে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিম্চিত করেছেন।

সাংবাদিকদের ট্রুডো বলেন, প্রজন্ম ধরে সার্বজনীন স্বাস্থ্যসেবা প্রাপ্তি কানাডিয়ানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আপনি কোথায় বাস করেন অথবা কী পরিমাণ অর্থ আয় সেটা কোনো বিষয় নয়। প্রয়োজন হলে আপনি সব সময়ই স্বাস্থ্যসেবা পাবেন। এই প্রতিশ্রুতির ওপরই এটা দাঁড়িয়ে আছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.