রবিবার, মে ৫, ২০২৪
10.8 C
Toronto

Latest Posts

ব্রিউয়ার’স প্যান্ট্রিতে বিদ্বেষপূর্ণ বার্তার বন্যা

- Advertisement -
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে আতিথেয়তা দেওয়ার পর থেকে শত শত বিদ্বেষপূর্ণ বার্তা পাওয়ার কথা জানিয়েছে অন্টারিওর বোমানভিলের ব্রিউয়ার’স প্যান্ট্রি

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে আতিথেয়তা দেওয়ার পর থেকে শত শত বিদ্বেষপূর্ণ বার্তা পাওয়ার কথা জানিয়েছে অন্টারিওর বোমানভিলের ব্রিউয়ার’স প্যান্ট্রি। ডারহামের উপনির্বাচনে লিবারেল প্রার্থী রবার্ট রককে সমর্থন জানাতে ট্রুডো ৮ ফেব্রুয়ারি ব্রিউয়ারটি পরিদর্শন করেন। ব্রিউয়ারটি ওই অনুষ্ঠানের একটি ছবি পোস্ট করে এবং জানায় নেতিবাচক গুগল রিভিউয়ে আচ্ছন্ন হয়ে পড়েছে তারা। আক্রমণাত্মক ইমেইল ও ফোন কল সারারাত ধরে আসতে থাকে।

ব্রিউয়ারি’স প্যান্ট্রির পক্ষ থেকে ৯ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে লেখা হয়, আমি রাজনীতিক নই। আমার গায়ে গন্ডারের চামড়া নেই। এসব মন্তব্য আমার ব্যবসাকে উদ্দেশ্য করে, যে ব্যবসার প্রতি আমি অনুরক্ত। একই সঙ্গে গর্বিতও। আপনাদের মন্তব্য ও ক্ষতিকর ফোন কল আমাকে আহত করেছে।

- Advertisement -

একজন ব্যবহারকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, অবশ্যই ওই স্থানে আর কখনোই যাব না। আরেকজন বলেছেন, বোম্যানভিলের ক্ষুদ্র ব্যবসায়ীরা আপনাদের অবস্থানের কথা ভুলবে না। আপনি আমাদের কেউ নন।

ব্যবসা প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে রক ৯ ফেব্রুয়ারি একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, আপনাদের সবার প্রতি আমার আহ্বান, অনুগ্রহ করে ব্রিউয়ার’স প্যান্ট্রির প্রতি কিছুটা ভালোবাসা দেখান।

অন্টারিওর হুইটবির সংসদ সদস্য রায়ান টার্নবুলও বিদ্বেষপূর্ণ এসব মন্তব্যের নিন্দা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছেন। ব্যবসা প্রতিষ্ঠানটির প্রতি সবাইকে সমর্থন ও ভালোবাসা প্রদর্শনের আহ্বান জানিয়ে তিনি বলেছেন, আমরা এটাকে সমর্থন করতে পারি না। এই ব্যবসা প্রতিষ্ঠানটির মালিকরা পরিশ্রমী মানুষ এবং ক্র্যাফট বিয়ারের প্রতি অনুরক্ত।

তবে ব্রিউয়ার’স প্যান্ট্রি কমিউনিটি এর পর থেকেই সবসময়ই ক্ষুদ্র ব্যবসাটির প্রতি সমর্থন জানিয়ে আসছেন। নেতিবাচক রিভিউয়ের বিপরীতে ইতিবাচক রিভিউ লিখছেন। গুগল থেকে অনেক নেতিবাচক রেটিং সরিয়েও ফেলা হয়েছে।

ব্রিউয়ার’স প্যান্ট্রি বলেছে, যারা ভালোবাসা ও সমর্থন জানিয়েছেন আমাদের কাছে সেগুলো অনেক কিছু। যারা আমাদের বিচার করছেন তাদের প্রতি আহ্বান থাকবে আমাদের দেউলিয়াত্ব, বিক্ষোভ, সহিংসতা ও বিদ্বেষ চাওয়ার আগে একবার এখানে আসুন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.