সোমবার, মে ৬, ২০২৪
14.5 C
Toronto

Latest Posts

ক্রিসমাস ট্রি দ্বিতীয় জীবন পাচ্ছে

- Advertisement -
কনজার্ভেশন হল্টনের রেস্টোরেশন প্রজেক্ট লিড ক্রিস্টিন বাউয়েন বলেন, লোকজন তাদের ক্রিসমাস ট্রি আপসাইকেল করতে পারেন। তারা এগুলো আমাদেরকে দান করতে পারে। তাহলে আমরা সেগুলো ব্যবহার করব

বিভিন্ন অঞ্চলের ক্রিসমাস ট্রিগুলো দ্বিতীয় জীবন পাচ্ছে। কারণ, একটি কনজার্ভেশন গ্রুপ ৬ জানুয়ারি শত শত গাছ ভবিষ্যৎ প্রকল্পে ব্যবহারের জন্য গ্রহণ করেছে।

কনজার্ভেশন হল্টনের রেস্টোরেশন প্রজেক্ট লিড ক্রিস্টিন বাউয়েন বলেন, লোকজন তাদের ক্রিসমাস ট্রি আপসাইকেল করতে পারেন। তারা এগুলো আমাদেরকে দান করতে পারে। তাহলে আমরা সেগুলো ব্যবহার করব।
বার্লিংটনভিত্তিক কনজার্ভেশন হল্টন প্রতি বছরই কর্মসূচিটি পালন করে আসছে। নতুন বছরের প্রথম শনিবার যে কেউ তাদের ব্যবহৃত ক্রিসমাস ট্রি তাদেরকে দিয়ে দিতে পারেন। এরপর সেগুলো তারা সংরক্ষণ করে।

- Advertisement -

কনজার্ভেশন হল্টনের তথ্য অনুযায়ী, প্রতি বছর প্রায় এক হাজার গাছ ভূমিক্ষয় রোধ বা ক্রিক বেড সরু করার কাজে ব্যবহার করা হয়ে থাকে। বাউয়েন বলেন, আমাদের মাছের প্রজাতিগুলোর স্বচ্ছ ও ঠান্ডা পানি প্রয়োজন হয়।
গাছগুলো কৌশলগতভাবে একসঙ্গে বাঁধা হবে এবং কাঠের সঙ্গে খাড়ির বেডে রাখা হবে। সময়ের সঙ্গে সঙ্গে গাছগুলো সেডিমেন্ট সংগ্রহ করবে। এর ফলে খাড়িগুলো সরু হবে এবং বৃক্ষের জন্য নতুন আবাসের ব্যবস্থা হবে।
বাউয়েন বলেন, এটা আমাদের মাছের জন্য আবাসের ব্যবস্থঅ করে থাকে। সেই সঙ্গে সেডিমেন্ট সংগ্রহ করে যাতে করে পানি অনেক বেশি স্বচ্ছ হয়।

বাসিন্দাদের কেউ কেউ বলেন, নতুন উদ্দেশ্য খুঁজে পেয়ে ক্রিসমাস ট্রি তাদের মাহাত্ম ফিরে পাচ্ছে দেখাটা দারুণ। শনিবার তার ক্রিসমাস ট্রি দিয়ে দিয়েছেন অ্যাশলি লিভিংস্টোন। বিষয়টির ব্যাখ্যা করে তিনি বলেন, ক্রিসমাস ট্রি পাওয়া এবং একে সুন্দর করে তোলাটা দারুণ ব্যাপার। কিন্তু এটা খুবই স্বল্পস্থায়ী।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.