সোমবার, মে ৬, ২০২৪
18.4 C
Toronto

Latest Posts

তাইওয়ান-কানাডা সম্পর্কে সুবাতাস

- Advertisement -
রাজনীতি, বাণিজ্য ও অভিন্ন মূল্যবোধ তাইওয়ানের প্রতি কানাডিয়ানদের আগ্রহে ঢেউ এনে দিয়েছে

রাজনীতি, বাণিজ্য ও অভিন্ন মূল্যবোধ তাইওয়ানের প্রতি কানাডিয়ানদের আগ্রহে ঢেউ এনে দিয়েছে। দ্বীপটির ফ্রিডম পাইনঅ্যাপলের কথা এক্ষেত্রে বলা যেতে পারে।

২০২১ সালে চীন যখন তার বাজারে ফলটি নিষিদ্ধ করে তখন এটি আন্তর্জাতিক আগ্রহের বিষয় হয়ে দাঁড়ায়। তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্রিডম পাইনঅ্যাপল কেনার মাধ্যমে বিশে^ সমভাবাপন্ন বন্ধুদের চীনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানায় এবং এটি কাজে দেয়।

- Advertisement -

ব্রিটিশ কলাম্বিয়ার রিচমন্ডে তাইওয়ানিজ সুপারমার্কেটের কুহুয়া ট্রেডিং কোম্পানির একজন বিক্রয়কর্মী ৮ ডিসেম্বর বলেন, ওই প্রচারণার সময় তারা অল্প কিছু পাইনঅ্যাপল আমদানি করেছিল এবং দ্রুত সেগুলো বিক্রি হয়ে গিয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে কথার মাধ্যমে এর একটা বিজ্ঞাপনও হয়ে গিয়েছিল। অনলাইনে কথা দ্রুত ছড়িয়ে যায়।

তাইওয়ানের সঙ্গে কানাডার সামগ্রীক বাণিজ্য দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকা সত্ত্বেও তাইওয়ানে কানাডিয়ান রাজনীতিকদের সফরও বেড়েছে। কানাডা-চীন সম্পর্ক শীতল হলেও তাইওয়ানের সঙ্গে সম্পর্কটা এই মুহূর্তে বেশ উষ্ণ। ১৯৪৯ সালে গৃহযুদ্ধের পর চীনের মূল ভূখ- থেকে বিছিন্ন হয় তাইওয়ান।

ভ্যানকুভারে তাইপে ইকোনমিক অ্যান্ড কালচারাল অফিসের মহাপরিচালক ও পশ্চিম কানাডায় তাইওয়ানের প্রধান প্রতিনিধি লিশিন অ্যাঞ্জেল লিউ বলেন, এটা অংশত রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর সহানুভূতি। মহামারির পর থেকে তাইওয়ানের সঙ্গে কানাডিয়ান কর্মকর্তাদের সম্পৃক্ত হওয়ার আগ্রহ বাড়তে দেখা যাচ্ছে। সেটা হচ্ছে এক চীন নীতির কর্মকাঠামোর মধ্যে থেকেই।

১৯৭০ সালের এই নীতি চীনের সরকারকেই একমাত্র বৈধ সরকার হিসেবে তাইওয়ানে স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে তাইওয়ানের ওপর এই অবস্থানকে গ্রহণ বা চ্যালেঞ্জ কোনোটাই জানানো হয়নি। চীনের কমিউনিস্ট সরকার তাইওয়ানকে অধীনস্ত প্রদেশ হিসেবে দেখে থাকে।
তাইওয়ানের সঙ্গে কানাডার বাণিজ্য সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপক বেড়েছে। স্ট্যাটিস্টিকস কানাডার তথ্য অনুযায়ী, তাইওয়ানে কানাডার রপ্তানি ২০১৭ সালে ১৭০ কোটি ডলার থাকলেও গত বছর তা ২৬০ কোটি ডলারে পৌঁছেছে। একই সময়ে তাইওয়ান থেকে কানাডার আমদানি বেড়েছে ৭৬ শতাংশ। ২০১৭ সালে কানাডা তাইওয়ান থেকে ৫৪০ কোটি ডলারের পণ্য আমদানি করলেও ২০২২ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৯৫০ কোটি ডলারে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.