সোমবার, মে ৬, ২০২৪
19.5 C
Toronto

Latest Posts

অন্টারিওতে ৬ হাজার নতুন চাকরি

- Advertisement -
নভেম্বরে অন্টারিওতে কর্মসংস্থানের চিত্র পঞ্চম মাসের মতো স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে স্ট্যাটিস্টিকস কানাডা

নভেম্বরে অন্টারিওতে কর্মসংস্থানের চিত্র পঞ্চম মাসের মতো স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে স্ট্যাটিস্টিকস কানাডা। নভেম্বরের শ্রম শক্তি জরিপে সংস্থাটি বলেছে, মাসটিতে অন্টারিওতে বেকারত্বের হার সামান্য হ্রাস পেয়েছে। নভেম্বরে প্রদেশে বেকারত্বের হার ৬ দশমিক ২ শতমাংশ থেকে ৬ দশমিক ১ শতাংশে নেমে এসেছে।

স্ট্যাটিস্টিকস কানাডা বলেছে, এপ্রিলের তুলনায় নভেম্বরে বেকারত্বের হার ১ দশমিক ৩ শতাংশীয় পয়েন্ট বেশি ছিল। গত মাসে অন্টারিওতে নতুন করে ৬ হাজার ৫০০ কর্মসংস্থান যোগ হয়েছে। এর মধ্যে ৬ হাজার ১০০টি কর্মসংস্থান উৎপাদন খাতে।

- Advertisement -

কানাডাজুড়েও নভেম্বরে উৎপাদন ও নির্মাণ খাতে কর্মসংস্থান কিছুটা বেড়েছে। স্ট্যাটিস্টিকস কানাডার তথ্য অনুযায়ী, নভেম্বরে বেকার ব্যক্তিদের বেশিরভাগই তাদের আগের চাকরি থেকে ছাঁটাই হয়েছেন, যা ২০২২ সালের তুলনায় ২০২৩ সালের অর্থনৈতিক ও শ্রম বাজারের পরিস্থিতি যে কঠিন সেটারই ইঙ্গিত।

স্ট্যাটিস্টিকস কানাডার তথ্য বলছে, এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত সময়ে অন্টারিওতে সবচেয়ে বেশি বেকারত্ব বেড়েছে সেন্ট ক্যাথারিন্স-নায়াগ্রা এবং ওশোয়ায়। টরন্টোতেও গত মাসে বেকারত্বের হাম কমেছে। মাসটিতে টরন্টোতে বেকারত্বের হার ৬ দশমিক ৮ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৬ শতাংশে।

নভেম্বরের শ্রম শক্তি জরিপ প্রতিবেদন তৈরিতে ৫ নভেম্বর ও ১১ নভেম্বরের উপাত্তকে রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.