রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
18.3 C
Toronto

Latest Posts

ইরানের নতুন প্রতিরক্ষা প্রধানের ওপর কানাডার নিষেধাজ্ঞা

- Advertisement -
পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেছেন, ইউরোপীয় ও আমেরিকান মিত্রদের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন এই নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে, যাতে করে নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিরা তাদের সম্পদের জন্য কানাডাকে স্বর্গ মনে করতে না পারেন

ইরানের নতুন প্রতিরক্ষঅ প্রধানের পাশাপাশি মধ্যপ্রাচ্য ও ইউক্রেনে অস্থিতিশীলতা সৃষ্টিতে অভিযুক্ত ছয় ইরানিয়ানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে কানাডা। ইসলামিক রেভ্যুলশনারি গার্ড কোরের নৌ বিভাগের সাবেক কমান্ডার আলি আকবর আহমাদিয়ান গত মে মাসে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন।

নিষেধাজ্ঞার কবলে পড়া ইরানের অন্য ছয় নাগরিকদের মধ্যে রয়েছে ইরানের ড্রোন ও আকাশ পরিবহন শিল্পের নির্বাহী, যাদের বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থনের অভিযোগ রয়েছে।

- Advertisement -

পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেছেন, ইউরোপীয় ও আমেরিকান মিত্রদের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন এই নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে, যাতে করে নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিরা তাদের সম্পদের জন্য কানাডাকে স্বর্গ মনে করতে না পারেন।

ইরানের কর্মকর্তাদের বিরুদ্ধে ফেডারেল সরকারের এটা অষ্টম দফার নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য হচ্ছে, তাদের কানাডায় প্রবেশ বন্ধ করা এবং কানাডায় তাদের কোনো সম্পদ থাকলে তা জব্দ করা।

অটোয়ার এই নিষেধাজ্ঞার কাক্সিক্ষত ফলাফল আসবে কিনা তা বলা অসম্ভব বলে মনে করছেন সমালোচকরা।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.