শুক্রবার, মে ১০, ২০২৪
12.2 C
Toronto

Latest Posts

‘ও কানাডা’ লিরিকস বদলানোর পক্ষে বনি ক্রম্বি

- Advertisement -
ক্রম্বি মঙ্গলবার বলেন, ব্ল্যাকের ব্যাখ্যা আমাকের ব্যক্তিগতভাবে নাড়া দিয়েছে। আমার মনে হয় আমাদের দেশের যে অন্ধকার ইতিহাস তা থেকে বেরিয়ে আসার এটা ছোট একটি উদ্যোগ হতে পারে

‘ও কানাডা’ লিরিকস বদলানোর জন্য ফেডারেল সরকারের প্রতি যে আহ্বান সিটি তাকে সমর্থন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মিসিসোগার মেয়র বনি ক্রম্বি।

কানাডিয়ান আরঅ্যান্ডবি গায়ক জুলি ব্ল্যাক গত ফেব্রুয়ারিতে উটাহর সল্ট লেক সিটিতে এনবিএ অল-স্টার গেমে জাতীয় সংগীত পরিবেশন করেন। সেখানে তিনি আওয়ার হোম অ্যান্ড নেটিভ ল্যান্ডের স্থলে আওয়ার হোম অন নেটিভ ল্যান্ড উচ্চারণ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এর পক্ষে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। তবে কিছু সমালোচনাও যে হয়নি তা নয়। এই সিদ্ধান্তের জন্য ব্ল্যাক পরে অটোয়াতে এএফএন স্পেশাল চিফস অ্যাসেম্বলিতে সম্মানীত হন।

- Advertisement -

ক্রম্বি মঙ্গলবার বলেন, ব্ল্যাকের ব্যাখ্যা আমাকের ব্যক্তিগতভাবে নাড়া দিয়েছে। আমার মনে হয় আমাদের দেশের যে অন্ধকার ইতিহাস তা থেকে বেরিয়ে আসার এটা ছোট একটি উদ্যোগ হতে পারে।

বুধবার সিটি কাউন্সিলের বৈঠকে মিসিসোগার প্রতিনিধিদের লিরিকটি স্থায়ীভাবে পরিবর্তনকে সমর্থন করা হবে কিনা সে ব্যাপারে তাদের ভোট দেওয়ার কথা ছিল। প্রস্তাবটি উত্থাপনকারী ক্রম্বি একে সম্প্রীতির জন্য কার্যক্রম ও সত্য কথা বলা বলে অভিহিত করেন। প্রস্তাবে বলা হয়েছে, একটিমাত্র শব্দ পরিবর্তনের প্রভাব দেখা গেছে দেশজুড়ে এবং কানাডার আদিবাসীরা একে স্ব্গাত জানিয়েছেন।

ক্রম্বি বলেন, আমরা আদিবাসী মাসে প্রবেশ করতে যাওয়ায় সিটি হিসেবে, প্রদেশ হিসেবে ও দেশ হিসেবে ফার্স্ট নেশনগুলোর সঙ্গে সম্প্রীতির পথে আমরা যেনো অর্থপূর্ণ পদক্ষেপ নিতে পারি সে ব্যাপারে এটা আলোচনার একটা সুযোগ এনে দেবে বলে আমি আশাবাদী।
প্রস্তাবটি পাস হলে সিটি কর্তৃপক্ষ লিরিক পরিবর্তনের প্রস্তাব দিয়ে ফেডারেল সরকারকে আনুষ্ঠানিক চিঠি পাঠাবে। অন্টারিওর বড় সিটিগুলোর মেয়রদের কাছেও পাঠানো হবে।

লিঙ্গ নিরপেক্ষ করতে ফেডারেল সরকার ২০১৮ সালে জাতীয় সংগীতের কথা পরিবর্তন করে ‘ও কানাডা’ করে। জাতীয় সংগীতের ইংরেজি সংস্করণে ‘ইন অল দাই সন্স কমান্ড’র স্থলে উচ্চারণ করা হয় ‘ইন অল অব আস কমান্ড’।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.