বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
13.5 C
Toronto

Latest Posts

অন্টারিও প্লেস পুনঃউন্নয়ন নকশায় কিছু অসঙ্গতি

- Advertisement -
১৩ পৃষ্ঠার স্ট্যাটাস রিপোর্টে কর্মকর্তারা ৬৫ হাজার বর্গমিটারের প্রস্তাবিত প্রাইভেট এন্টারটেইনমেন্ট, ওয়াটার রিক্রিয়েশন ও ওয়েলনেস সেন্টারের ব্যাপারে তাদের ভাবনা বিস্তারিত তুলে ধরেছেন

অন্টারিও প্লেসের প্রস্তাবিত পুনঃউন্নয়নের নকশায় কিছু অসঙ্গতি খুঁজে পেয়েছেন টরন্টো সিটি প্ল্যানাররা। তারা বলছেন, নকশার একটি অংশ অনেক বড়।

১৩ পৃষ্ঠার স্ট্যাটাস রিপোর্টে কর্মকর্তারা ৬৫ হাজার বর্গমিটারের প্রস্তাবিত প্রাইভেট এন্টারটেইনমেন্ট, ওয়াটার রিক্রিয়েশন ও ওয়েলনেস সেন্টারের ব্যাপারে তাদের ভাবনা বিস্তারিত তুলে ধরেছেন। বড় সমস্যাটি দেখা দিয়েছে এর প্রধান প্রবেশদ্বার ও ভনকে ঘিরে। ২২ হাজার বর্গমটিারের অবকাঠামোর উচ্চতা ধরা হয়েছে সর্বোচ্চ ২৬ মিটার, যা ওয়েস্ট আইল্যান্ডকে সংযুক্ত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রবেশ ভবন এবং ব্রিজ অন্টারিও প্লেসের ঐতিহ্যবাহী ভিউয়ের ক্ষেত্রে প্রতিবন্ধক।

- Advertisement -

সিটি প্ল্যানাররা বলছেন, বর্তমানে ভনটির যে অবস্থান তাতে বেসরকারি ব্যবহারকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সেই সঙ্গে নন-পেয়িং সদস্য যারা ওয়াটারফ্রন্টে প্রবেশ করতে চান তাদের জন্যও প্রতিবন্ধক।

পাঁচ তলাবিশিষ্ট ভূগর্ভস্থ পার্কিং গ্যারেজ নিয়েও আপত্তি তোলা হয়েছে প্রতিবেদনে। অবকাঠামোটিতে ট্রানজিট ও সক্রিয় পরিবহনকে অগ্রাধিকার দেওয়া হয়নি এবং এটা কার কমানোর ব্যাপারে প্রদেশের নিজস্ব যে নীতি তার পরিপন্থী।
প্রতিবেদনে বলা হয়েছে, ভূউপরিস্থিত পাঁচ তলার পার্কিং অবকাঠামো, পার্কিং এবং ২ হাজার ৭০০ গাড়ির পার্কিং স্থান নীতি উদ্দেশের সঙ্গে যায় না।

অন্টারিও নতুন অন্টারিও প্লেস উন্নয়নের আবেদন করে ২০২২ সালের নভেম্বরে। সে সময় বলা হয়, এতে ১২ একর জায়গা সাধারণ মানুষের প্রবেশের জন্য রাখা হবে। সেই সঙ্গে একে পরিবারবান্ধব আকর্ষণ হিসেবে গড়ে তোলা হবে। প্রকল্পটি এগিয়ে নিতে বেসরকারি খাতের তিন অংশীদার প্রদেশের সঙ্গে কাজ করছে। এসব অংশীদারের মধ্যে রয়েছে অস্ট্রিায়ান রিসোর্ট ডেভেলপার থার্মি, কুইবেকের আউটডোর রিক্রিয়েশন ফার্ম ইকোরক্রিও এবং যুক্তরাষ্ট্রভিত্তিক কনসার্ট প্রোমোটার লাইভ নেশন। লাইভ নেশন ইতোমধ্যেই অন্টারিও প্লেসের বুডওয়াইজার স্টেজ পরিচালনা করছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.