রবিবার, মে ৫, ২০২৪
10.8 C
Toronto

Latest Posts

ফুলারটনের পদত্যাগ

- Advertisement -
ফুলারটন বলেন, তিনি মন্ত্রী ও কানাটা-কার্লেটন রাইডিং থেকে প্রাদেশিক সংসদের সদস্যপদ থেকে পদত্যাগ করছেন। তবে ঠিক কী কারণে পদত্যাগ করছেন তা উল্লেখ করেননি তিনি

ডগ ফোর্ডের সরকারের দীর্ঘদিনের কেবিনেট মন্ত্রী মেরিলি ফুলারটন পদত্যাগ করেছেন। তিনি চিলড্রেন, কমিউনিটি ও সোস্যাল সার্ভিস বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

ফুলারটন বলেন, তিনি মন্ত্রী ও কানাটা-কার্লেটন রাইডিং থেকে প্রাদেশিক সংসদের সদস্যপদ থেকে পদত্যাগ করছেন। তবে ঠিক কী কারণে পদত্যাগ করছেন তা উল্লেখ করেননি তিনি।
ফোর্ড তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ফুলারটন এবং তিনি দায়িত্ব পালনকালেই অন্টারিওর নার্সিং হোমগুলোতে বিপুল সংখ্যক মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা যান।

- Advertisement -

প্রিমিয়ার ডগ ফোর্ড শুক্রবার বলেন, সহকারী আবসন মন্ত্রী মাইকেল পারসা চিলড্রেন, কমিউনিটি ও সোস্যাল সার্ভিস বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন। নতুন সহকারী আবাসন মন্ত্রীর দায়িত্ব পালন করবেন নিনা ট্যাঙ্গরি, যিনি ফোর্ডের প্রথম সরকারের সহকারী মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

পেশায় পারিবারিক চিকিৎসক ফুলারটন ২০১৮ সালে চিকিৎসা পেশা ছেড়ে রাজনীতিতে যোগ দেন এবং ওই নির্বাচনে জয়ললাভও করেন। ২০২২ সালের নির্বাচনেও বিজয়ী হন ফুলারটন।

ফোর্ডের কাছে লেখা পদত্যাগপত্রে ফুলারটন বলেছেন, কয়েক দশক ধরে পারিবারিক চিকিৎসক হিসেবে কাজ করার পর দায়িত্ববোধ আমাকে রাজনীতিতে টেনে আনে। আমাদের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় ঘাটতিগুলো দূর করা এবং ব্যক্তির স্বাস্থ্যসেবা উন্নত করতে কাজ করে গেছি। প্রদেশের লোকদের সেবা করতে পারাটা বিরাট সম্মানের।

প্রথমবার ফুলারটন কলেজ, ট্রেইনিং ও ইউনিভার্সিটি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। এক বছর এই দায়িত্ব পালন করেন তিনি। ২০১৯ সালের জুনে তাকে লং-টার্ম কেয়ার বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.