শনিবার, মে ১৮, ২০২৪
20.5 C
Toronto

Latest Posts

বাড়ির দাম ২৫% কমতে পারে

- Advertisement -
২০২৩ সালের প্রথম প্রান্তিক পর্যন্ত কানাডায় বাড়ির গড় দাম ২০ থেকে ২৫ শতাংশ কমতে পারে

২০২৩ সালের প্রথম প্রান্তিক পর্যন্ত কানাডায় বাড়ির গড় দাম ২০ থেকে ২৫ শতাংশ কমতে পারে। টিডি ব্যাংকের এক প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সময়ে কানাডায় বাড়ি বিক্রিও ৩৫ শতাংশ হ্রাস পাবে বলে প্রাক্কলন করা হয়েছে প্রতিবেদনে।

টিডির অর্থনীতিবিদ ঋষি সোন্ধি বলেন, প্রাক্কলিত হারে দাম কমলে তা হবে নজিরবিহীন, যা ১৯৮০ এর দশকের সমতুল্য। কিন্তু এরপর মহামারির সময় দাম বেড়েছে নজিরবিহীন।

- Advertisement -

প্রতিবেদন অনুযায়ী, মহামারির সময় জাতীয়ভাবে বাড়ির গড় দাম বেড়েছিল ৪৬ শতাংশ। সে হিসাবে কমার যে হার তা হবে বৃদ্ধির আংশিক হ্রাস।
তবে দীর্ঘমেয়াদে টিডির পূর্বাভাস অধিক ইতিবাচক। কারণ, তারা বলরেছ, জনসংখ্যা বৃদ্ধির হার ভালো রয়েছে, যা আবাসনের চাহিদা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। খবর: দ্য কানাডিয়ান প্রেস।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.