
ক্যানাবিসের পানীয় ক্রয়ে সর্বোচ্চ সীমা আরোপের পর কানাডার ক্যানাবিস শিল্প বিক্রয় সংকটে রয়েছে। কারণ, একজন ক্রেতার কাছে এ ধরনের ছয় প্যাকের বেশি পানীয় বিক্রির সুযোগ নেই। গ্রীষ্মকে সামনে রেখে তাই এ নিয়মে পরিবর্তন আনতে হেলথ কানাডার প্রতি আহ্বান জানিয়েছে দ্য ক্যানাবিস কাউন্সিল অব কানাডা, যাতে করে ভোক্তারা এক সঙ্গে পাঁচ ক্যানের বেশি পানীয় কিনতে পারেন।
ক্যানাবিস কাউন্সিলের জর্জ স্মিথারম্যান বলেন, আমাদের সমস্যা হলো আমরা কেবল ঝুঁকির বিষয়টি বড় করে দেখছি। রেজ্যুলুশন অনুযায়ী কাজ করাটা সত্যিই কঠিন।
হেলথ কানাডার নিয়ম অনুযায়ী, ভোক্তাদের একসঙ্গে ৩০ গ্রামের বেশি মারিজুয়ানা ক্রয়ের সুযোগ নেই। হেলথ কানাডার ফর্মুলা অনুযায়ী ৩৫৫ মিলিলিটারের ক্যানকে ৫ দশমিক গ্রাম ক্যানাবিসের সমতুল্য হিসেবে ধরা হয়। এ হিসাবে পাঁচ ক্যান পানীয় কিনলে তা ৩০ গ্রামের সীমার মধ্যেই থাকে। কিন্তু ছয় ক্যান হলে তা ৩০ গ্রামের সীমা ছাড়িয়ে যায়।
স্মিথারম্যান বলেন, তারা যেটা করতে চেয়েছিল সেটা যে কাজ করছে না তারা তা স্বীকার করেছে। সুতরাং দুই বছর ধরে আমরা একটা সমস্যার মধ্যে আটকে আছি।
বর্ধিষ্ণু ক্যানাবিস শিল্পের জন্য কিছু নিয়ম-কানুনের বিষয়ে মতামত সংগ্রহের লক্ষ্যে ২০২০ সালের ডিসেম্বরে হেলথ কানাডা পরামর্শ গ্রহণ শুরু করে। যেসব প্রশ্নের তারা উত্তর খোঁজে তার মধ্যে ছিল, ক্যানাবিস পানীয় রাখার বর্তমান যে সীমা তাকে বাড়ানো প্রয়োজন বলে মনে করেন আপনি? যদি উচিত বলে মনে করে থাকেন তাহলে আপনার মতে পরিমাণটা কত এবং কেন? এসব প্রশ্নের ফলাফলের জন্য অপেক্ষা করছে হেলথ কানাডা।