রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
14.7 C
Toronto

Latest Posts

টরন্টোতে নতুন ভবন পাচ্ছে কানাডা আয়ারল্যান্ড ফাউন্ডেশন

- Advertisement -
কানাডা আয়ারল্যান্ড ফাউন্ডেশনের সৌজন্যে টরন্টোর ওয়াটারফ্রন্ট নতুন আর্ট ভেন্যু পাচ্ছে। ভবনটি এক সময় একটি মল্টিং কোম্পানির প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহৃত হতো

কানাডা আয়ারল্যান্ড ফাউন্ডেশনের সৌজন্যে টরন্টোর ওয়াটারফ্রন্ট নতুন আর্ট ভেন্যু পাচ্ছে। ভবনটি এক সময় একটি মল্টিং কোম্পানির প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহৃত হতো।

ঐতিহ্যবাহী এই ভবনটি কানাডা মল্টিং কোম্পানির মালিকানাধীন। এখন সেটি শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যবাহী কর্মসূচিতে ব্যবহৃত হবে। ফাউন্ডেশন একে বলছে দ্য কোরলেক। কোরলেক হচ্ছে আইরিশ পাথরের পুতুল, প্রথম অথবা দ্বিতীয় শতকে একজন কৃষক যা পেয়েছিলেন। তিন মুখের মাথাটি চুনাপাথর দিয়ে তৈরি। আজকের দিনে অনেকেই একে অতীত, বর্তমান ও ভবিষ্যতের প্রতিনিধি বলে বিশ^াস করেন।

- Advertisement -

ফাউন্ডেশন বলেছে, ভেন্যুটি চালু হলে সেখানে আইরিশ কমিউনিটি ও অনেক শিল্প সংগঠনের জন্য জায়গা বরাদ্দ থাকবে। পাশাপাশি একটি গ্যালারি ও মিউজিয়ামও সেখানে থাকবে। সেই সঙ্গে থাকবে বাণিজ্যিক কিচেন ও রুফ টেরাস।

কানাডা আয়ারল্যান্ড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক উইলিয়াম পিট বলেন, ঐতিহাসিক কানাডা মল্টিংস কার্যালয়কে চাকচিক্য রক্ষায় আমাদের অনেক বেগ পেতে হয়েছে। এটা যে কেবল আর্ট ডেকো ডিজাইনের শুদ্ধতার ক্ষেত্রে হয়েছে তেমন নয়, সামনের বছরগুলোর জন্য ভবনের টেকসইতাও নিশ্চিত করতে হয়েছে।

প্রকল্পটিতে আংশিত অর্থায়ন করছে ফেডারেল সরকার। গ্রিন অ্যান্ড ইনক্লুসিভ কমিউনিটি বিল্ডিংস (জিআইসিবি) কর্মসূচির মাধ্যমে ৪৫ লাখ ডলার জোগান দিচ্ছে ফেডারেল সরকার। জিআইসিবি কর্মসূচির লক্ষ্য হচ্ছে, কানাডার জলবায়ু পরিকল্পনার অংশ হিসেবে নেট জিরো স্ট্যান্ডার্ডের জন্য সহায়ত জ¦ালানি দক্ষতার ওপর গুরুত্ব দিয়ে আরও বেশি কমিউনিটি বিল্ডিং নির্মাণ ও উন্নয়ন করা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন এই অবকাঠামোর জ¦ালানি ব্যবহার ২৮ দশমিক ৪ শতাংশ কম হবে। এ ছাড়া গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস পাবে বছরে ১৯ দশমিক ৫ শতাংশ।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.