শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
7.5 C
Toronto

Latest Posts

মুগ্ধতা ছড়ালো বাংলাদেশী ফার্মাসিস্টদের জমজমাট ‘ফ্যামিলি গালা ২০২৪’

- Advertisement -

গত ২ মার্চ কানাডার টরন্টোতে হয়ে গেল বাংলাদেশী ফার্মাসিস্টদের জমকালো আয়োজন ‘ফ্যামিলি গালা ২০২৪’। স্কারবরোর গ্র্যান্ড সিনামন কনভেনশন হল-এ অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে শতাধিক বাংলাদেশী ফার্মাসিস্ট এবং তাদের পরিবারবর্গ অংশ নেন। এসোসিয়েশন অফ বাংলাদেশী ফার্মাসিস্টস ইন কানাডা (এবপিক) এর সহ-সভাপতি মাহবুবুর রশিদের সার্বিক পরিচালনায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেল সরকারের প্রভাবশালী এমপি শন চেন, বাংলাদেশী বংশোদ্ভূত অন্টারিও পার্লামেন্টের বিরোধী দলীয় উপনেতা এমপিপি ডলি বেগম এবং টরন্টো সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও টরন্টো ট্রানজিট কমিশনের চেয়ারম্যান জামাল মায়ার্স। উপস্থিত আমন্ত্রিত অতিথিবর্গ সবাই কানাডায় বাংলাদেশী ফার্মাসিস্টদের স্বাস্থ্যসেবা খাতে সক্রিয় ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

- Advertisement -

অনুষ্ঠানের শুরুতে এবপিক এর বোর্ড অফ ডিরেক্টরস এর চেয়ারম্যান সর্বজন শ্রদ্ধেয় আহমেদ আব্দুল্লাহ রুমি তার স্বাগত বক্তব্যে ইমিগ্রান্ট হিসেবে তার সংগ্রামী যাত্রা এবং ধীরে ধীরে কানাডায় তিনিসহ অন্যান্য ফার্মাসিস্টরা কিভাবে তাদের পেশাগত জীবনে সফলতা অর্জন করেছেন তার একটি আবেগঘন বর্ণনা দেন, যা উপস্থিত সকলকে ব্যাপকভাবে অনুপ্রাণিত করে। এরপর এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফেরদৌস আমিন মেহেদী এবপিক-এর বর্তমান এবং ভবিষ্যত কার্যক্রমের একটি রূপরেখা তুলে ধরেন। উল্লেখ্য কানাডায় বর্তমানে তিন শতাধিকেরও বেশি বাংলাদেশী বংশোদ্ভূত ফার্মাসিস্ট রয়েছে। প্রায় দেড় শতাধিক রেজিস্টার্ড ফার্মাসিস্ট কমিউনিটি এবং হসপিটাল ফার্মেসিতে কর্মরত । এছাড়া ওষুধ উৎপাদন শিল্প, বায়োটেকনোলজি, গবেষণা, মেডিকেল ডিভাইস কোম্পানি , ফেডারেল সরকারের রেগুলেটরি বডি, হেলথ কানাডা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে প্রায় শতাধিক ফার্মাসিস্ট। রয়েছেন প্রায় বিশ জনের মত উদ্যোক্তা, যারা নিজস্ব ফার্মেসি, মেডিকেল ডিভাইস, হেলথ এন্ড হাইজিন বা নিউট্রাসিউটিক্যাল ব্যবসার সাথে সম্পৃক্ত।

ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী, খুলনা, এশিয়া প্যাসিফিক, নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট, মানারাত, ইউএসটিসি সহ বাংলাদেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি এলামনাই এবং তাদের পরিবারবর্গের এই মিলনমেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। এবপিক-এর এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শফিউল সাদী সম্পাদিত স্যুভেনির ‘ইন্সপেরিয়া’র প্রকাশনা উৎসব। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মন মাতানো এক সাংস্কৃতিক সন্ধ্যা। নাহিদ সুলতানা এবং ফারজানা সোনিয়ার প্রাণবন্ত উপস্থাপনায় প্রাঞ্জল এই সাংস্কৃতিক সন্ধ্যায় বাচ্চাদের নাচ আর গানের বৈচিত্রময় পরিবেশনা সবাইকে মুগ্ধ করে। ফার্মাসিস্ট মেহেদী, রনি, জনি , তোফা, সাদী ও আরিফের আকর্ষণীয় পুঁথিপাঠ এবং ইশতিয়াক, শাহেদ, শুভ, আজিম আর মেহেদীর ‘টিকাটুলির মোড়ে’ গানের সাথে নাচটি বেশ দর্শকপ্রিয়তা পায়। এছাড়াও আসাদ-নিশু এবং দোলন-দীপনের যুগল নাচ সবার ব্যাপক মনোরঞ্জন করে। সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন ফারহা তনুজা। আয়োজনের পরবর্তী অংশে শহীদ খন্দকার টুকু এবং আলমগীর হোসেন কৃতি ফার্মাসিস্টদের মধ্যে ক্রেস্ট প্রদান করেন। বহুমুখী প্রতিভার অধিকারী এই দুই কৃতী ফার্মাসিস্টদ্বয় রচিত দু’টি বইয়ের মোড়ক উন্মোচন ছিল এই অনুষ্ঠানের এক বাড়তি পাওনা !

ফ্যামিলি গালা ২০২৪-এর আহ্বায়ক মাসুম হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল আজিম, অর্থ সম্পাদক জাহান মো. আরশাদ, খালেদ শামস এবং নুজহাত নাদিয়া ছিলেন অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায়। অনুষ্ঠান শেষে এবপিক-এর প্রেসিডেন্ট ফখরুদ্দিন আহমেদ উপস্থিত সকলকে সদয় উপস্থিতির জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। পুরো আয়োজনের মিডিয়া পার্টনার ছিল কানাডার প্রথম চব্বিশ ঘন্টার বাংলা টেলিভিশন ‘এনআরবি টিভি’। স্পনসর ও পার্টনার হিসেবে ছিলেন রিয়েল্টর আব্দুল আউয়াল, মর্টগেজ ব্রোকার বজলুর মারুফ, ব্যারিস্টার আরিফ ইমতিয়াজ, ম্যাকসেন কানাডা, ফিন্যানশিয়াল এডভাইজার জিয়া হক, মর্টগেজ এজেন্ট এহসান খসরু, রিয়েল্টর রানা পারভেজ, সিএম বিল্ডার্স এবং ফার্মেসি ব্যানার হোল-হেলথ কানাডা।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.