শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
7.9 C
Toronto

Latest Posts

কানাডিয়ান পরিবারগুলোর জন্য সম্প্রসারিত পোস্টনেটাল কেয়ার সুবিধা

- Advertisement -
ম্যাককনভিল বলেন, পোস্টপারটাম কেয়ারের ঘাটতি রয়েছে এখানে। সন্তান জন্মদানের ২৪ ঘণ্টার মধ্যে আপনাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। ভাগ্য হলে ৪৮ ঘণ্টা পর। এবং আপনাকে কোনো নির্দেশিকা বা সহায়তা দেওয়া হয় না

সন্তান জন্মদানের পর এক বা দুই দিনের বিশ্রাম হানা ম্যাককনভিলের জন্য যথেষ্ট ছিল না। তার সংস্কৃতিতে সন্তান জন্মদানের পরপরই মা এবং বাব-মাকে হাসপাতাল থেকে ছেড়ে স্বাভাবিক কোনো বিষয় নয়। এ কারণেই তিনি আলমা কেয়ার প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন।

ম্যাককনভিল বলেন, পোস্টপারটাম কেয়ারের ঘাটতি রয়েছে এখানে। সন্তান জন্মদানের ২৪ ঘণ্টার মধ্যে আপনাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। ভাগ্য হলে ৪৮ ঘণ্টা পর। এবং আপনাকে কোনো নির্দেশিকা বা সহায়তা দেওয়া হয় না। আপনাকে কেবল নবজাতককে নিয়েই বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় না, আপনাকে বাড়ি পাঠানো হয় কীভাবে আপনি নিজের যতœ নেবেন সে সম্পর্কিত কোনো তথ্য ও জ্ঞান ছাড়াই।

- Advertisement -

পূর্বদিকের সংস্কৃতিতে সন্তান জন্ম দেওয়ার পর এক মাস ধরে বসে থাকা সাধারণ চর্চা। সেখানে ২৬ থেকে ১০০ দিন নতুন মায়ের আরাম করাকে অগ্রাধিকার দেওয়া হয়। ঠান্ডার তরল ওষুধ কীভাবে এড়িয়ে চলবেন, মা-সন্তানের সম্পর্কের গুরুত্ব এবং পোস্টনেটাল শিক্ষার রুটিন এর মধ্যে অন্তর্ভুক্ত।
এই চর্চার মূল নিহিত রয়েছে চীনা চিকিৎসা তত্ত্বের মধ্যে, যা হাজার হাজার বছর পুরোনো। কিছু বিশ^াস নথিবদ্ধ করা হয় ৬ শতকে।

আলমা কেয়ার বর্তমানে টরন্টোর কিম্পটন হোটেলে পরিচালিত হচ্ছে, যেখানে গ্রাহকরা এক রাত থেকে এক মাস পর্যন্ত অবস্থান করতে পারেন। কক্ষগুলো হাসপাতালের মতো করে সজ্জিত। সেখানে আছে ব্রেস্টফিডিং পিলো, ব্যাসিনেট এবং পোস্টনেটালের অন্যান্য সামগ্রী। সবকিছুই করা হয়েছে নবজাতকের কথা মাথায় রেখে। আলমা কেয়ারের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, কানাডায় এটাই প্রথম পোস্টনেটাল রিট্রিট।

হোটেলে বাবা-মায়েরা চাইলে তাদের প্যারেন্টস’ লাউঞ্জে কর্মশালায় অংশ নিতে পারেন। সেখানে বেরি নার্সারিও রেেয়ছে, যেখানে বাবা-মায়েদের তাদের সন্তানকে কেয়ার টিমের কাছে রাখবেন কিনা সেই সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দিয়ে থাকে। পাশাপাশি কিছু সেবার হোম কেয়ার সুবিধাও দিয়ে থাকে তারা।
অন্টারিওর মিডওয়াইফ জেসমিন টেকসন বলেন, পোস্টপারটাম পিরিয়ডের গুরুত্বপূর্ণ একটি অংশ হলো বিশ্রাম।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.