শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
8.4 C
Toronto

Latest Posts

আরও রুশ কর্মকর্তার বিরুদ্ধে কানাডার নিষেধাজ্ঞা

- Advertisement -
রুশ সরকারের বিরুদ্ধে আরেক দফা নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি

রুশ সরকারের বিরুদ্ধে আরেক দফা নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি। গত মাসে বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনির মৃত্যু ও দেশটির অব্যাহতভাবে ব্যাপকভিত্তিক মানবাধিকার লঙ্ঘনের জবাবে এই পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি।

৩ মার্চ প্রকাশিত এক বিবৃতিতে নিষেধাজ্ঞার এই ঘোষণা দিয়েছেন মেলানি জোলি। বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার প্রসিকিউশন, জুডিশিয়াল ও কারেকশনাল সার্ভিসেসের উচ্চপদস্থ ও জ্যেষ্ঠ ছয়জন কর্মকর্তার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নাভারনির মানবাধিকার লঙ্ঘন, তার নিষ্ঠুর শাস্তি এবং শেষ পর্যন্ত তার মৃত্যুর ঘটনায় সম্পৃক্ত ছিলেন এই কর্মকর্তারা।

- Advertisement -

৪৭ বছর বয়সী নাভালনিকে মনে করা হতো রাশিয়ার প্রেসিডেন্ট ভøামিদির পুতিনের সবচেয়ে বড় রাজনৈতিক শত্রু। গত মাসে ইউক্রেন সফরের সময় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নাভালনির বিরুদ্ধে এই অন্যায়ের জন্য পুতিনকে দায়ী করেন। আর্কটিক পেনাল কলোনিতে গত মাসে আকস্মিকভাবে মারা যান তিনি। সেখানে ১৯ বছরের কারাভোগ করছিলেন নাভালনি।

নাভালনির মৃত্যুর সঙ্গে পুতিনের জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ক্রেমলিন। একে পুরোপুরি ভিত্তিহীন এবং রাশিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে উদ্ধত অভিযোগ বলে দাবি করেছে ক্রেমলিন।

জোলি বলেন, রাশিয়াকে নাভালনির হত্যার একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত করতে হবে। নাভালনিকে তিনি রাশিয়ার জনগণের আশার বাণী হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তাকে স্বাধীনতা, ন্যায়বিচার, গণতন্ত্র এবং রাশিয়ানদের উন্নয়ত ভবিষ্যতের কণ্ঠস্বর হিসেবেও নাভালনিকে উল্লেখ করেন তিনি।

গত ২৩ ফেব্রুয়ারি কানাডা আরও ১০ রাশিয়ান কর্মকর্তা ও ব্যবসায়ী এবং ১৫৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে সমন্বিতভাবে এই নিষেধাজ্ঞা ঘোষণা করেছে কানাডা।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.