শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
7.9 C
Toronto

Latest Posts

শারম্যান লিগাসি ফাউন্ডেশন থেকে ১০ লাখ ডলার পাচ্ছে এসএইচএন

- Advertisement -

স্কারবোরো হেলথ নেটওয়ার্ক (এসএইচএন) এ বছরের শেষ দিকে তাদের ডায়াগনস্টিক ইমেজিং বিভাগে নতুন একটি ইন্টারভেশনাল রেডিওলজি স্যুট চালু করবে। হারি অ্যান্ড ব্যারি শারম্যান ফাউন্ডেশন থেকে অনুদান পাওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে তারা।

- Advertisement -

স্কারবোরো ও আশপাশের এলাকার রোগীরা যাতে ন্যায্য ও সেবা পান সেটা নিশ্চিত করাই এই ১০ লাখ ডলার অনুদানের উদ্দেশ্য। হাসপাতাল কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, নতুন বিভাগ সব ইমেজিং মোডালিটি একত্র করে নতুন জেনারেল হসপিটালের একটি কেন্দ্রীয় স্থানে আনবে। এর আয়তন হবে ৩৬ হাজার বর্গফুট, যা জরুরি ইন্টারভেনশনাল রেডিওলজির সময় ৫০ শতাংশ কমিয়ে আনবে।

এসএইচএন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলিসিয়া ভ্যান্ডারমিয়ার বলেন, হানি অ্যান্ড ব্যারি শারম্যান লিগাসি ফাউন্ডেশনের এই উপহারের জন্য তাদের কাছে আমরা সত্যিই খুব কৃতজ্ঞ। হানি অ্যান্ড ব্যারি শারম্যানের সমাজ সেবা গভীর এবং আমরা তাতেদ অংশ হতে পেরে গর্বিত। এই অনুদান আমাদের মেধাবী স্বাস্থ্যসেবা দলকে হানি অ্যান্ড ব্যারি শারম্যান লিগাসি ফাউন্ডেশন ইন্টারভেনশনাল রেডিওলজি স্যুটে ক্যানসার, হৃদ রোগ ও স্ট্রোকের মতো বিভিন্ন রোগ শনাক্ত ও সেগুলোর চিকিৎসা প্রদানে সহায়তা করবে।

ব্যারি শারম্যান ছিলেন জেনেরিক বৈশি^ক ওষুধ প্রস্তুতকারক কোম্পানি অ্যাপোটেক্সের প্রতিষ্ঠাতা ও বোর্ডের চেয়ারম্যান। ব্যারি এবং তার স্ত্রী হানিকে ২০১৭ সালে তাদের নর্থ ইয়র্কের বাড়ির বেজমেন্ট পুল এরিয়ায় মৃত অবস্থায় পাওয়া যায়। তাদের এই মৃত্যুর তদন্ত এখনো চলছে। এটাকে জোড়া খুন হিসেবে ধারণা করা হয়। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

হানি অ্যান্ড ব্যারি লিগাসি ফাইন্ডেশনের প্রধান আলেক্সান্দ্রা ক্রকজিক বলেন, আমার মা-বাবা হানি এবং ব্যারি ৪০ বছর ধরে সমাজসেবা করে গেছেন। অন্যদের সাহায্য করা দায়িত্ব মনে করতেন তারা। এই উপহার তুলে দেওয়ার মধ্য দিয়ে তাদের অবদান চালিয়ে নিতে পারায় আমি গর্বিত।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.