শুক্রবার, মে ৩, ২০২৪
11 C
Toronto

Latest Posts

সকার বোর্ড থেকে ডিনো রোসির পদত্যাগ

- Advertisement -
কানাডা সকার বোর্ডের পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন ডিনো রোসি

কানাডা সকার বোর্ডের পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন ডিনো রোসি। তিনি বলেছেন, কানাডা সকারের কাছে ফুটবল আর মূখ্য বিষয় নয়।

দীর্ঘদিনের সকার প্রশাসক রোসি অন্টারিওর প্রতিনিধি হিসেবে পর্ষদের সদস্য নির্বাচিত হন ২০২৩ সালের মে মাসে। সামজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে রোসি লিখেছেন, আমার ব্যাপারে আপনারা যদি একটু হলেও জেনে থাকেন তাহলে জানবেন যে, কানাডিয়ান সকার টিম ও বিশেষ করে আমাদের জাতীয় দলের প্রতি আমার অনুরাগ কতখানি। কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশন (সিএসএ) ও স্পোর্টে একজন পরিচালক হিসেবে কাজ করতে পারাটা বিরাট সুযোগ। বিশেষ করে এই সময়ে যখন কানাডা ২০২৬ সালে বিশ^কাপ ফুটবলের আয়োজন করতে যাচ্ছে। দুঃখজনক হলো বহু কারণে এটা স্পষ্ট হয়ে উঠেছে যে, কানাডা সকারের কাছে বর্তমানে আর মুখ্য বিষয় নয়। আমি যেটাকে অর্থবহ, প্রভাব সৃষ্টিকারী বলে মনে করি সেভাবে অবদান রাখা আমার পক্ষে ক্রমেই কঠিন হয়ে উঠতে থাকে। শেষ পর্যন্ত পরিস্থিতি যখন অনুকূল নয় তখন সরে যাওয়াটাই শ্রেয়।

- Advertisement -

তবে তার পদত্যাগের ব্যাপারে সুনির্দিষ্ট কারণ সবিস্তারে উল্লেখ করেননি। এ ব্যাপারে আর কোনো মন্তব্য করতেও অস্বীকার করেন তিনি।

রোসি এক বিবৃতিতে বলেন, তিনি সরে দাঁড়াচ্ছেন যাতে অন্য কেউ আমার বাকি দুই মেয়াদের জন্য দায়িত্বটি গ্রহণ করতে পারেন। আশা করি আমার যে সক্ষমতা তার চেয়ে তিনি বেশি অবদান রাখতে পারবেন।

কানাডা সকারের চিফ কমিউনিকেশন্স ও কনটেন্ট কর্মকর্তা পাওলো সেনরা বলেন, এ সপ্তাহের গোড়ার দিকে পর্ষদ রোসির পদত্যাগের বিষয়টি জানতে পেরেছে। সংক্ষিপ্ত এক বিবৃতিতে তিনি বলেন, আমরা তার সেবার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা তার সর্বাঙ্গিন সাফল্য কামনা করছি।

রোসি লিগ ওয়ান অন্টারিওরও ভলান্টিয়ার নির্বাহী চেয়ারম্যান। লিগটির মালিক কানাডিয়ান সকার বিজনেস।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.