মঙ্গলবার, মে ৭, ২০২৪
8.7 C
Toronto

Latest Posts

৭ম বাংলাদেশ ফেস্টিভ্যালের টাইটেল স্পন্সর ইমিগ্রেশন কনসালট্যান্ট তানভীর নাওয়াজ

- Advertisement -

কানাডার বাংলাদেশি কমিউনিটির সর্ববৃহৎ ইনডোর ইভেন্ট বাংলাদেশ ফেস্টিভ্যাল । বাংলাদেশ ফেস্টিভ্যাল মানেই চমক। বাংলাদেশ ফেস্টিভ্যাল মানেই তারকা মেলা। বাংলাদেশ ফেস্টিভ্যাল মানেই উপচেপড়া দর্শক এবং টিকিট সোল্ডআউট। টানা ছয়বারের অভাবনীয় সাফল্যের পর আগামী বছরের ১৮ মে শনিবার কানাডার বাণিজ্যিক নগরী টরন্টোতে অনুষ্ঠিত হবে ৭ম বাংলাদেশ ফেস্টিভ্যাল। ভেন্যু হিসেবে বেছে নেয়া হয়েছে ১৯০ রেলসাইড রোডের অত্যাধুনিক ‘টরন্টো প্যাভিলিয়ন’। এই আয়োজনকে ঘিরে সবসময় সবখানে আলোচনা।

- Advertisement -

কমিউনিটির ব্যবসায়ি এবং প্রফেশনালদের কাছে তাই এই প্লাটফর্মটি আস্থার প্রতিক। নিজস্ব ব্রান্ড, ব্যবসা কিংবা পণ্যের প্রচার ও প্রসারে স্পন্সর হিসেবে যুক্ত হতে আগ্রহী হন অনেকেই । এবারের বাংলাদেশ ফেস্টিভ্যালে টাইটেল স্পন্সর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ, রেগুলেটেড ইমিগ্রেশন কনসালট্যান্ট, এমপিরিক্যাল ইমিগ্রেশন সার্ভিসেস ইনকের সিইও তানভীর নাওয়াজ। গত ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ফেস্টিভ্যালের পক্ষে সাপ্তাহিক বাংলামেইল সম্পাদক ও এনআরবি টিভির সিইও শহিদুল ইসলাম মিন্টু তার সঙ্গে এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেন। ৭ম বাংলাদেশ ফেস্টিভ্যালের পাশে থাকার জন্যে তিনি তানভীর নাওয়াজের প্রতি কৃতজ্ঞতা জানান। ইমিগ্রেশন কনসালট্যান্ট তানভীর নাওয়াজ বলেন, আমি ও আমার প্রতিষ্ঠান ৭ম বাংলাদেশ ফেস্টিভ্যালের টাইটেল স্পন্সর হতে পেরে আনন্দিত। কমিউনিটির যেকোনো ভালো উদ্যোগে সবসময় পাশে আছি।

বাংলাদেশ ফেস্টিভ্যালের বিগত আয়োজনগুলোতে মঞ্চ মাতিয়েছেন বাংলাদেশের কিংবদন্তি তারকারা। এদের মধ্যে এগারোবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবিনা ইয়াসমীন, প্লেব্যাক স¤্রাট সৈয়দ আব্দুল হাদী, প্লেব্যাক স¤্রাট এন্ড্রু কিশোর, কোলকাতার জনপ্রিয় সঙ্গীতশিল্পী শুভমিতা, কোকিল কন্ঠী সামিনা চৌধুরী, এভারগ্রীন কুমার বিশ্বজিত, প্লেব্যাক কুইন কনকচাঁপা, হার্টথ্রব আঁখি আলমগীর, প্লেব্যাক যুবরাজ আগুন, গানের পাখি মৌটুসি, জনপ্রিয় শিল্পী চন্দন সিনহা, দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস, চিত্র নায়িকা মৌসুমী, টিভি মিডিয়ার জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম, চিত্রনায়ক ওমর সানি, জনপ্রিয় টিভি অভিনেত্রী রিচি সোলায়মান, অভিনেতা মীর সাব্বির, জনপ্রিয় টিভি নাট্যকার জিনাত হাকিম উল্লেখযোগ্য। গত বছর বাংলাদেশ ফেস্টিভ্যাল উপলক্ষে শুভেচ্ছাবাণী দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, অন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ড, টরন্টো মেয়র জন টরি, ন্যাথানিয়েল এরিস্কিন-স্মিথ এমপি, মিটজি হান্টার এমপিপি, কাউন্সিলর ব্রাড ব্রাডফোর্ড, ডলি বেগম এমপিপি, কানাডাস্থ বাংলাদেশ হাইকমিশনার ড. খলিলুর রহমান আরো অনেকে। প্রতিবছর ৭২ সদস্যের একটি টীম এই আয়োজনকে সফল করতে দিনরাত কাজ করে। ৭ম বাংলাদেশ ফেস্টিভ্যালের পক্ষে সাপ্তাহিক বাংলামেইল সম্পাদক ও এনআরবি টিভির সিইও শহিদুল ইসলাম মিন্টু বললেন, বাংলাদেশ ফেস্টিভ্যালের এবারের আয়োজনে থাকবে ভিন্নতা।

বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনাতো থাকছেই। পাশাপাশি কানাডা এবং আমেরিকার ভিন্ন শহরের গুণী শিল্পীদের পরিবেশনা এবার ভিন্নমাত্রা যোগ করবে। প্রতিবারের মতো এবারও কানাডার মূলধারার শীর্ষস্থানীয় রাজনীতিবিদরা আলোকিত করবেন ফেস্টিভ্যাল মঞ্চ। বাংলাদেশ ফেস্টিভ্যাল সংক্রান্ত সকল যোগাযোগ- ফোন : 416-262-9642, 647-923-8233, 647-933-6763 B‡gBj : [email protected]

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.