শুক্রবার, মে ৩, ২০২৪
10.7 C
Toronto

Latest Posts

আন্তর্জাতিক শিক্ষার্থীর সীমা আরোপ বাড়ি ভাড়ার ওপর চাপ কমাতে পারে

- Advertisement -
ব্যাংক অব কানাডার গভর্নর টিফ ম্যাকক্লেম বলেছেন, নতুন ঘোষিত আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া বাড়ি ভাড়ায় মূল্যস্ফীতি কমাতে ভূমিকা রাখতে পারে

দ্রুত বর্ধনশীল বাড়ি ভাড়া কীভাবে সামাল দেওয়া যায় তা নিয়ে যখন বিতর্ক চলছে তখন ব্যাংক অব কানাডার গভর্নর টিফ ম্যাকক্লেম বলেছেন, নতুন ঘোষিত আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া বাড়ি ভাড়ায় মূল্যস্ফীতি কমাতে ভূমিকা রাখতে পারে। দ্য কানাডিয়ান প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, স্টুডেন্ট ভিসার ওপর সরকারকে সর্বোচ্চ সীমা বেঁধে দিতে দেখেছেন। আমার মনে হয়, এটা ক্রমবর্ধমান বাড়ি ভাড়ার ওপর চাপ কমাতে সাহায্য করতে পারে।

বাড়তে থাকা আন্তর্জাতিক শিক্ষার্থী মোকাবিলা করতে ফেডারেল সরকার দুই বছরের জন্য স্টাডি পারমিটের সর্বোচ্চ সীমা বেঁধে দিয়েছে। মন্ট্রিয়লে অনুষ্ঠিত কেবিনেট রিট্রিটে অভিবাসনমন্ত্রী মার্ক মিলার বলেন, এ বছর আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা ৩৫ শতাংশ কমিয়ে ৩ লাখ ৬৪ হাজার করা হবে। গত বছর কানাডায় অধ্যয়নের সুযোগ দিতে আন্তর্জাতিক শিক্ষার্থী ভিসা ইস্যু করা হয়েছিল প্রায় ৫ লাখ ৬০ হাজার। চলতি বছরের পরিস্থিতি মূল্যায়নের পর ২০২৫ সালের জন্য স্টাডি পারমিটের সংখ্যা নির্ধারণ করা হবে।

- Advertisement -

জনসংখ্যার শক্তিশালী বৃদ্ধি আবাসন বাজারের ওপর যে চাপ সৃষ্টি করছে তারই অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থনীতিবিদদের অনেকেই বলছেন, নতুন স্টাডি পারমিটের সীমা বেঁধে দেওয়া বাড়ি ভাড়ায় মূল্যস্ফীতিকে স্বাভাবিক রাখতে ভূমিকা রাখবে। তবে তা বাড়ি ভাড়া ঠিক কতটা কমাতে পারবে তা এখনো পরিস্কার নয়।

ব্যাংক অব মন্ট্রিয়লের প্রধান অর্থনীতিবিদ ডগলাস পর্টার বলেন, আগামী আরও কয়েক বছর আমাদের গুরুতর বাড়ি ভাড়ায় মূল্যস্ফীতির মধ্য দিয়ে যেতে হবে বলে আমার ধারণা।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.