শুক্রবার, মে ৩, ২০২৪
12.7 C
Toronto

Latest Posts

প্যাসকাল সিয়াকামকে বিদায় জানালেন ন্যাভ ভাটিয়া

- Advertisement -
এবার টরন্টো র‌্যাপ্টরের সমর্থকদের কাছে ঘরের ছেলে ন্যাভ ভাটিয়াও সিটির বাস্কেটবল টিমকে বিদায় বলছেন

ভিন্স কার্টার, ডিমার ডিরোজান, কাইল লোরির এবং প্যাসকাল সিয়াকাম। এবার টরন্টো র‌্যাপ্টরের সমর্থকদের কাছে ঘরের ছেলে ন্যাভ ভাটিয়াও সিটির বাস্কেটবল টিমকে বিদায় বলছেন। গত ৩০ বছরে দলটিকে বিদায় জানানো সবচেয়ে বড় নাম এটাই। তিনি বলেন, স্পাইসি পিকে বিদায় বলাটা এত সহজ নয়। আপনারা জানেন যে, আপনার পরিবারের কেউ চলে আপনি ব্যথিত হন।

সিটিভি নিউজ টরন্টোকে ১৮ জানুয়ারি দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেন তিনি। তাকে নিয়ে খবর প্রকাশিত হওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে সাক্ষাৎকারটি দেন তিনি।

- Advertisement -

তিনি বলেন, এটা হলে কিছু সময়ের জন্য আপনাকে তা ব্যথিত করবে। কিন্তু এটা ব্যবসা। এটা এনবিএ এবং আপনারা জানেন যে, আমাকে এর সঙ্গে অভ্যস্ত হতে হয়েছে।

১৯৯৫ সালে ফ্র্যাঞ্চাইজিটি যাত্রা শুরু করার পর র‌্যাপ্টরের কোনো গেমেরই বাইরে ছিলেন না ভাটিয়া। ২০২১ সালেই একবার কেবল কোভিড-১৯ এর কারণে এমনটা হয়েছিল। সুতরাং, টরন্টোতে ক্যামেরুনিয়ান ফরোয়ার্ডের ব্যাপারে জানাতে তিনিই সবচেয়ে সঠিক ব্যক্তি।

২০১৯ সালের চ্যাম্পিয়নশিপে সিয়াকামের ভূমিকার বিষয়টি উল্লেখ করে ভাটিয়া বলেন, তিনি দারুণ এবং র‌্যাপ্টরের সাফল্যে তিনি ভালো অবদান রেখেছেন। আমি স্পাইসি পির সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। আমি মনে করি তিনি স্থায়ীভাবে র‌্যাপ্টরের হতে যাচ্ছেন। কেউ একবার র‌্যাপ্টরের হলে তিনি বরাবরের জন্য র‌্যাপ্টরের হয়ে যান।

১৭ জানুয়ারির এই বিনিময়ের পর র‌্যাপ্টরের চ্যাম্পিয়নশিপ লাইনআপের সর্বশেষ সদস্য হলেন সিয়াকাম। সিয়াকামের পরিবর্তে র‌্যাপ্টর পেসারস থেকে ব্রুস ব্রাউন এবং জর্ডান নওরাকে পাচ্ছে। উভয়েই এনবিএ চ্যাম্পিয়ন।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.