বৃহস্পতিবার, মে ২, ২০২৪
14.8 C
Toronto

Latest Posts

সুব্রত কুমার দাসের জীবন ও কর্ম নিয়ে ইংরেজি গ্রন্থ প্রকাশিত

- Advertisement -

বাংলামেইল পত্রিকার সম্পাদকীয় উপদেষ্টা বিশিষ্ট লেখক, গবেষক ও কর্মযোগী সুব্রত কুমার দাসের জীবন ও কর্ম নিয়ে ঢাকায় চলমান একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে ‘Subrata Kumar Das: A Wonder Boy of Intellect’ নামের গ্রন্থটি। ইয়েটস গবেষক হিসেবে টরন্টোর পরিচিত লেখক সুজিত কুসুম পাল প্রায় দুইশ পৃষ্ঠার এই গ্রন্থের সম্পাদনার দায়িত্ব পালন করেন।

- Advertisement -

সুব্রত কুমার দাসের জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করে রচিত এই গ্রন্থে বিশ্লেষণমূলক প্রবন্ধ লিখেছেন যে বিশিষ্টজনেরা তাঁরা হলেন – টরন্টোর বাঙালি সমাজের সর্বজন শ্রদ্ধেয় পণ্ডিতজন লেখক ড. দিলীপ চক্রবর্তী, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বিশিষ্ট লেখক প্রফেসর ড. রাশিদ আসকারী, লন্ডনে জন্মগ্রহণকারী সুব্রত কুমার দাসের মামাতো ভাই নাট্যকর্মী অজয় মজুমদার, অনুবাদক শ্রেয়সী বোস দত্ত, সুব্রতর প্রিয় ছাত্র অডিটর জাহিদুল ইসলাম শাহ, লেখক তাসমিনা খান, কবি দেবাঞ্জনা মুখার্জি ভৌমিক, সংস্কৃতিকর্মী মম কাজী। ২০২৩ সালে কানাডার শ্রেষ্ঠ বাঙালি লেখক হিসেবে এবং ২০১৮ সালে আমেরিকার নিউ জার্সি শহর থেকে গায়ত্রী গ্যামার্স মেমোরিয়াল পুরস্কার সুব্রত কুমার সারা কানাডার বাঙালিদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। উল্লেখ করা যেতে পারে ২০২১ সালে তাঁর নাম ২৫ টপ ইমিগ্রান্ট আওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় উঠে এসেছিল।
মূর্ধন্য থেকে প্রকাশিত এই গ্রন্থে সুব্রতর বিভিন্ন বই নিয়ে লিখেছেন মুক্তচিন্তক আকবর হোসেন, লেখক মাসুম বিল্লাহ, অধ্যাপক সুরজিত রায় মজুমদার এবং ড. নাফিজ আহমেদ।

এই একটি বই থেকে পাঠক যাতে সুব্রত কুমার দাসের লেখকজীবন নিয়েও ধারণা করতে পারেন, সেজন্য এতে যুক্ত করা হয়েছে সুব্রত রচিত মোট আটটি প্রবন্ধ। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ছাড়াও সুব্রত রচিত অন্য যে বিষয়গুলো এসব প্রবন্ধে উঠে এসেছে সেগুলো হলো শতবর্ষ পূর্বের জাপান বাংলা সম্পর্ক, আন্তর্জালে বাংলা সাহিত্য নিয়ে সুব্রতর স্বপ্ন, কানাডার সাহিত্যে সুব্রতর অভিযাত্রা, মহাকাব্য মহাভারতের প্রতি সুব্রতর আগ্রহ এবং কানাডায় আসার পর চৈতন্যদেব নিয়ে বই লেখার প্রেক্ষাপট।

সম্পাদক সুজিত কুসুম পাল ফেসবুকে এক মন্তব্যে লিখেছেন, ‘সাইজে বিশাল, গভীরতায় অনেক দূর। এমন একটি কাজ সুচারুভাবে সম্পন্ন করা খুবই চ্যালেঞ্জিং।‘
উল্লেখ করা যেতে পারে যে, সুব্রত কুমার দাস রচিত, অনুবাদিত এবং সম্পাদিত গ্রন্থের সংখ্যা ঊনত্রিশ। এছাড়াও তাঁর জীবনের একটি গুরুত্বপূর্ণ কাজ হলো ২০০৩ সালে বাংলা সাহিত্যের প্রথম ওয়েবসাইটের (www.bdnovels.org) উদ্যোগ গ্রহণ করা। সম্প্রতি টরন্টো সেই সাইটের কুড়ি বছর পূর্তি উপলক্ষে এম মিলনমেলার আয়োজন করা হয়।

২০১০ সালে বাংলাদেশের ফরিদপুর জেলার লুপ্তপ্রায় ঐতিহ্যবাহী গ্রাম কোড়কদী নিয়ে বিশাল সমাবেশ আয়োজনের মাধ্যমে দেশবাসীর সামনে গ্রামটিকে নতুনভাবে পরিচয় করিয়ে দেবার কৃতিত্বও তাঁকে দেওয়া হয়। আর তাই কেউ কেউ তাঁকে কোড়কদী গ্রামের আবিষ্কারক হিসেবে আখ্যায়িত করতে চান। কোড়কদী নিয়ে একটি গ্রন্থেরও সম্পাদনা করেন তিনি।

২০২০ সালে টরন্টো ফ্যেস্টিভাল অব অথর্স (টিফা)-তে প্রথম বাঙালি লেখক হিসেবে তিনি অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পান। ২০২২ এবং ২০২৩ সালেও তিনি অংশগ্রহণ করেন।

২০২৩ সালে প্রকাশিত হয়েছিল তাঁর আত্মজৈবনিক গ্রন্থ ‘উৎস থেকে পরবাস’। এন আর বি টেলিভিশনের উদ্যোগে সেই গ্রন্থের পাঠ-উন্মোচন অনুষ্ঠান করা হয়।
দশ বছরের টরন্টো জীবনে সুব্রত রচিত সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ হলো ‘কানাডীয় সাহিত্য: বিচ্ছিন্ন ভাবনা’। কানাডীয় সাহিত্যে বাঙালিদের প্রবেশের জন্য এই গ্রন্থটিতে বিশেষ মূল্যবান সংযোজন হিসেবে বিবেচনা করা হয়। সেই গ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টরন্টোর তৎকালীন পোয়েট লরিয়েট অ্যান মাইকেলস।

সুব্রত কুমার দাস একজন রবীন্দ্র-গবেষক। রবীন্দ্রনাথ নিয়ে তাঁর রচিত তিনটি গ্রন্থ হলো ‘রবীন্দ্রনাথ: কম-জানা অজানা’, (২০১১), ‘রবীন্দ্রনাথ: ইরেজি শেখানো’ (২০১২) এবং ‘রবীন্দ্রনাথ ও মহাভারত’ (২০১২)। জাপান-প্রবাসী বাঙালি গবেষক প্রবীর বিকাশ সরকার রচিত রবীন্দ্র-বিষয়ক একটি গ্রন্থ তিনি ইংরেজিতে অনুবাদ করেন। Rabindranath Tagore: India-Japan Cooperation Perspectives শিরোনামের সেই গ্রন্থটি ২০১১ সালে জাপানের ইন্ডিয়া সেন্টার ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়।

সুব্রত কুমার দাসের সাহিত্যিক জীবন শুরু হয় কাজী নজরুল ইসলামের উপর গবেষণা দিয়ে। ‘নজরুলের ‘বাঁধনহারা’’ (২০০০) সুব্রত রচিত প্রথম গ্রন্থ। ক্রমে ‘নজরুল বিষয়ক দশটি প্রবন্ধ’ (২০০৪) এবং ‘নজরুল-বীক্ষা’ (২০১৩) প্রকাশ করেন তিনি। আরও উল্লেখ করা যেতে পারে যে, ২০০৪ সালে ঢাকার নজরুল ইন্সটিটিউট থেকে তাঁর অনুবাদ্গ্রন্থ ‘Kazi Nazrul Islam: Selected Prose’ প্রকাশিত হয়েছিল। অধ্যাপক মোজাফফর হোসেনের সাথে মিলে তিনি জাতীয় কবির অভিভাষণসকল ইংরেজি অনুবাদে প্রকাশ করে। সেই গ্রন্থটিও নজরুল ইন্সটিটিউট থেকে প্রকাশিত হয়। ‘Kazi Nazrul Islam: Selected Prose’ এমাজন কিন্ডেল এডিশনে গত দশ বছর ধরে বিক্রি হচ্ছে।

‘Subrata Kumar Das: A Wonder Boy of Intellect’ গ্রন্থটি প্রকাশ করেছে ঢাকার মূর্ধন্য প্রকাশনী। বইয়ে প্রচ্ছদে ব্যবহার করা হয়েছে নন্দিত ছবিয়াল দীপক সূত্রধরের ধারণ করা স্থিরচিত্র। শিল্পী মোস্তাফিজ কারিগরের প্রচ্ছদ ইতোমধ্যেই বিপুলভাবে প্রশংসিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

মূর্ধন্য প্রকাশনীর সত্ত্বাধিকারী সঞ্জয় মজুমদার সুব্রত কুমার দাসকে নিয়ে এই গ্রন্থটি প্রকাশ করতে পেরে বিপুল উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বইটি মেলাতে সমাদৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.