বৃহস্পতিবার, মে ২, ২০২৪
12 C
Toronto

Latest Posts

অবসরে যাচ্ছেন জেনারেল ওয়েন আয়ার

- Advertisement -
অবসরে যাওয়ার পরিকল্পনা করছেন কানাডার চিফ অব দ্য ডিফেন্স স্টাফ জেনারেল ওয়েন আয়ার

অবসরে যাওয়ার পরিকল্পনা করছেন কানাডার চিফ অব দ্য ডিফেন্স স্টাফ জেনারেল ওয়েন আয়ার। ১২ জানুয়ারি সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশে এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন তিনি।
আয়ার অস্থায়ী হিসেবে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে এই দায়িত্ব গ্রহণ করেন। ওই সময় কানাডিয়ান সশস্ত্র বাহিনীকে বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে জড়িয়ে যৌন অসদাচরণ মোকাবিলা করতে হচ্ছিল। ওই বছরের নভেম্বরে তিনি কানাডার সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে স্থায়ী নিয়োগ পান।

গত গ্রীষ্মে সরকারকে তার পরিকল্পনার কথা জানিয়েছেন বলে উল্লেখ করেন আয়ার। সেই সঙ্গে অন্তর্বর্তী পরিকল্পনাও দিয়েছেন। তিনি বলেন, গত তিন বছর একাধিক সংকট ও চ্যালেঞ্জ সামনে এসেছিল এবং সামরিক সহায়তার দাবি ছিল নিরবচ্ছিন্ন। নতুন বছরে যত দ্রুত সম্ভব উত্তরসূরী নির্বাচনের আহ্বান জানিয়েছি আমি, যাতে করে নিয়মতান্ত্রিক হস্তান্তর সম্পন্ন হয়। কানাডার মিত্ররা সর্বোত্তম চর্চা হিসেবে এটাই করে থাকে।
৪০ বছরের পেশাগত জীবনে আয়ার সাইপ্রাস, ক্রোয়েশিয়া, বসনিয়া এবং আফগানিস্তানে কাজ করেছেন। পাশাপাশি কমান্ডার অব দ্য আর্মিসহ অভ্যন্তরীণ বেশ কিছু মিশনেরও নেতৃত্ব দিয়েছেন।

- Advertisement -

প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে সশস্ত্র বাহিনীর সংস্কৃতিতে পরিবর্তন আনার দায়িত্ব দেওয়া হয়। নিরপেক্ষ পর্যালোচনায় বাহিনীতে বিষাক্ত পরিবেশ ও যৌন অসদাচরণের বিষয়গুলো উঠে আসার পর তার ওপর এই দায়িত্ব দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বিশৃঙ্খল সময়ে কানাডিয়ান সশস্ত্র বাহিনীতে স্থিতিশীলতা আনতে সহায়তা করেছেন আয়ার। সেই সঙ্গে দেশে ও দেশের বাইরে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে নেতৃত্ব দিয়েছেন।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং প্রতিরক্ষামন্ত্রী বিল ব্লেয়ার উভয়েই আয়ারকে তার কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.