বুধবার, মে ১, ২০২৪
12.5 C
Toronto

Latest Posts

বিক্রি হচ্ছে রব ফোর্ড পুতুল

- Advertisement -
বড় মাথার পুতুল রবি ববি বিক্রি করে দিচ্ছেন টরন্টোর প্রয়াত মেয়র রব ফোর্ডের ঘনিষ্ঠ বন্ধু ও সিটি কাউন্সিলে তার সহকর্মী জর্জিও ম্যামোলিটি

বড় মাথার পুতুল রবি ববি বিক্রি করে দিচ্ছেন টরন্টোর প্রয়াত মেয়র রব ফোর্ডের ঘনিষ্ঠ বন্ধু ও সিটি কাউন্সিলে তার সহকর্মী জর্জিও ম্যামোলিটি। দাম ধরা হয়েছে ১ হাজার ৮০০ ডলার।

এতে দেখা যায় ইটোবিকোক নর্থের সাবেক কাউন্সিলরকে তার চিরাচরিত কালো স্যুট, সাদা শার্ট এবং লাল টাই পরিচিত অবস্থায়। রব ফোর্ড সাবেক ইয়র্ক ওয়েস্টের প্রতিনিধিকে যে দুটি পুতুল দিয়েছিলেন এটি তার একটি।
ম্যামোলিটি ১৪ জানুয়ারি সিপি২৪কে বলেন, মাথা বড় দ্বিতীয় পুতুলটি বিক্রি হতে দেখে তিনি ও ফোর্ড হেসেছিলেন। কাউন্সিলে তারা বেশ কয়েক বছর পাশাপাশি আসনে বসেছিলেন।

- Advertisement -

ম্যামোলিটি এখন ওয়াসাগা বিচে অবসর জীবন কাটাচ্ছেন। তিনি বলেন, এটা বিক্রি করার সময় এসে গেছে। তিনি আমাকে দুটি দিয়েছিলেন। তাহলে কেন নয়? আমি অতিরিক্ত জিনিসপত্র কমাচ্ছি। আমার বাড়ি আমি ছোট করে ফেলছি। তাই দ্বিতীয় পুতুলটি আমার দরকার নেই।

বড়দিনের পরপরই ম্যামোলিটি পুতুলটি বিক্রির জন্য ফেসবুক মার্কেটপ্লেসে বিজ্ঞাপন দেন। পুতুলটির দাম চান আড়াই হাজার ডলার। এতে মেয়র বব ফোর্ড লেখাসহ তার ব্যক্তিগত স্বাক্ষর রয়েছে। কিন্তু পরবর্তীতে তিনি দাম কমিয়ে এক হাজার ৮০০ ডলার নির্ধারণ করেন।

ম্যামোলিটি বলেন, এর কমে আমি এটি বিক্রি করতে চাই না। ছয় ইঞ্চি দীর্ঘ পুতুলটির ব্যাপারে এরই মধ্যে কয়েকজন খোঁজ-খবর নিয়েছেন। এর কমে এটা বিক্রি করা সম্ভব নয়। কারণ, এর পেছনে যে ইতিহাস জড়িত সেটা বিবেচনায় নিলে দামটা বেশি নয়।

ম্যামোলিটি বলেন, এটি বিক্রির পর ১ হাজার ২০০ ডলারের বেশি যে অর্থ পাওয়া যাবে তা তিনি অন্টারিওর মাদক নিরাময় কেন্দ্রে দান করবেন।

রবি ববি ডলের প্রথম সংস্করণ বাজারে আসে ২০১৩ সালের মে মাসে। ফোর্ডের ক্র্যাক-স্মোকিং কেলেঙ্কারি সামনে আসার মাত্র কয়েক সপ্তাহ পর। পুতুলটির দ্বিতীয় সংস্করণ বের হয় ফোর্ড যখন বিরল ক্যানসারে আক্রান্ত হওয়ার পর কেমোথেরাপি নিচ্ছিলেন তখন। পেটের এই ক্যানসারের কারণে শেষ পর্যন্ত মেয়র নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিতে বাধ্য হন ফোর্ড। তার স্থলে প্রতিদ্ধন্দ্বিতা করেন তার ভাই ইটোবিকোক নর্থের কাউন্সিলর ডগ ফোর্ড। কিন্তু জন টরির কাছে হেরে যান ডগ ফোর্ড। কিন্তু বব ফোর্ড ওয়ার্ড ২-এর কাউন্সিলর নির্বাচিত হন। ২০১৬ সালের ২২ মার্চ ক্যানসারে ভুগে ৪৬ বছর বয়সে প্রয়াত হন বব ফোর্ড।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.