বৃহস্পতিবার, মে ২, ২০২৪
11.8 C
Toronto

Latest Posts

১৮.৪ বিলিয়ন ডলারের বৈদ্যুতিক গাড়ি ও ব্যাটারি কারখানা করবে হোন্ডা

- Advertisement -
১ হাজার ৮৪০ কোটি ডলার বিনিয়োগে কানাডায় বৈদ্যুতিক গাড়ি ও ব্যাটারি প্ল্যান্ট করতে পারে হোন্ডা মটর কর্পোরেশন লিমিটেড

১ হাজার ৮৪০ কোটি ডলার বিনিয়োগে কানাডায় বৈদ্যুতিক গাড়ি ও ব্যাটারি প্ল্যান্ট করতে পারে হোন্ডা মটর কর্পোরেশন লিমিটেড। জাপানের একটি গণমাধ্যম নিক্কেই এশিয়ার খবরে এমনটাই বলা হয়েছে।
নিক্কেই এশিয়া তাদের প্রতিবেদনে বলেছে, বৈদ্যুতিক গাড়ি বাজার ধরতে হোন্ডা কানাডায় বৈদ্যুতিক গাড়ি ও ব্যাটারি উভয় কারখানা করারই চিন্তা করছে। এজন্য বেশ কিছু জায়গা খুঁজছে হোন্ডা। অন্টারিওর অ্যালিস্টনে তাদের বিদ্যমান প্ল্যান্টের পাশের জায়গাও তাদের বিবেচনায় রয়েছে। এ ব্যাপারে সম্ভাব্য বিনিয়োগের সিদ্ধান্ত এ বছরের শেষ দিকে নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

এ ব্যাপারে বক্তব্যের জন্য হোন্ডার সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি কোম্পানিটি।
কোম্পানি ও সরকারের মধ্যে এ ধরনের কোনো আলোচনা হয়েছে কিনা শিল্পমন্ত্রী ফ্রাসোয়াঁ-ফিলিপ শ্যাম্পেইনের একজন মুখপাত্রও তা নিশ্চিত করতে পারেননি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বৈদ্যুতিক গাড়ি বাজারের নেতা হিসেবে কানাডার অবস্থানের ব্যাপারে এই প্রতিবেদন একটি সাক্ষী।

- Advertisement -

শ্যাম্পেইন এক বিবৃতিতে বলেছেন, হোন্ডা কানাডায় বড় অঙ্কের বিনিয়োগের চিন্তা করছে বলে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা আমাদের দক্ষ কর্মীবাহিনী এবং এই শিল্পের আমাদের শক্তির কথাই জানান দিচ্ছে।
নিক্কেইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, বিনিয়োগের জন্য হোন্ডার কানাডাকে বেছে নেওয়ার কারণ হচ্ছে এখানে নবায়নযোগ্য জ¦ালানির প্রাচুর্য। এ ছাড়া ডিসেম্বরে ফেডারেল সরকার এক ঘোষণায় ২০৩৫ সালের বিক্রিত যাত্রীবাহি গাড়ির সব বৈদ্যুতিক হতে হবে বলে জানিয়েছে। এটাও বিনিয়োগের ক্ষেত্র হিসেবে কানাডাকে বেছে নেওয়ার একটা কারণ।

হোন্ডা ওহাইয়োতে তাদের প্ল্যান্টটি বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের উপযোগী করে তুলছে। সেই সঙ্গে রাজ্যে একটি ইলেক্টিক ব্যাটারি প্ল্যান্ট নির্মাণেও এলজি সলিউশনের সঙ্গে চুক্তি করেছে। তবে কানাডায় কোম্পানটি একাই ব্যাটারি প্ল্যান্ট নির্মাণের কথা ভাবছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্টারিওর উইন্ডসরে ৫০০ কোটি ডলার ব্যয়ে ব্যাটারি প্ল্যান্ট নির্মাণে অটোমেকার স্টেলান্টিসের সঙ্গে এরই মধ্যে অংশীদারিত্ব চুক্তি করেছে। উদার ভর্তুকি দিয়ে কানাডা বৈদ্যুতিক গাড়িতে যে বেশ কিছু বড় বিনিয়োগ পেয়েছে এটি তার মধ্যে অন্যতম।

ভক্সওয়াগেন অন্টারিওর সেন্ট থমাসে এবং নর্থভোল্ট মন্ট্রিয়লের ৩০ কিলোমিটার পূর্বে ব্যাটারি প্ল্যান্ট নির্মাণ করছে। এই তিনটি ব্যাটারি প্ল্যান্টে সরকারের বিপুল পরিমাণ ভর্তুকি যাচ্ছে, যেটা প্রধানত উৎপাদনের পরিমাণের সঙ্গে সংযুক্ত।

হোন্ডা এর আগে ২০২২ সালে এক ঘোষণায় বলে তাদের সিআর-ভি হাইব্রিড ক্রসওভার গাড়ির প্রধান উৎপাদনকেন্দ্র করতে চায় অ্যালিসন প্ল্যান্টকে। এজন্য তারা প্ল্যান্টটি হালনাগাদ করতে ১৩৮ কোটি ডলার বিনিয়োগের কথা ভাবছে।

এ বছলই কানাডায় তাদের প্রথম পূর্ণাঙ্গ বৈদ্যুতিক গাড়ি কানাডায় বিক্রি করতে যাচ্ছে। সীমিত সংখ্যক প্রোলগ গাড়ি এ বছরই প্রথম উৎপাদিত হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.