রবিবার, মে ১৯, ২০২৪
12 C
Toronto

Latest Posts

২০৩৫ নাগাদ সব নতুন গাড়ি কার্বন নিঃসরণমুক্ত করার লক্ষ্য কানাডার

- Advertisement -
২০৩৫ সালের মধ্যে নতুন সব গাড়ি কার্বন নিঃসরণমুক্ত হতে হবে বলে ঘোষণা দিতে যাচ্ছে কানাডা

২০৩৫ সালের মধ্যে নতুন সব গাড়ি কার্বন নিঃসরণমুক্ত হতে হবে বলে ঘোষণা দিতে যাচ্ছে কানাডা। সরকারের উর্ধ্বতন একটি সূত্র জানিয়েছে, বৈদ্যুতিক গাড়ির ওপর জোর দেওয়া বিশে^র বিভিন্ন দেশের সাম্প্রতিক উদাহরণ তুলে ধরে নতুন নীতিমালা প্রকাশ করতে যাচ্ছে অটোয়া।

ইলেক্ট্রিক ভেহিকল অ্যাভেইলেবেলিটি স্ট্যান্ডার্ড শীর্ষক নতুন এই নীতিমালা কানাডায় বৈদ্যুতিক গাড়ির পর্যাপ্ত সরবরাহের পাশাপাশি অপেক্ষমাণ সময় কমিয়ে আনা নিশ্চিতে সহায়তা করবে। কানাডার দুই প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়া এবং কুইবেকের এ ধরনের নীতিমালা রয়েছে।

- Advertisement -

নীতিমালার ব্যাপারে সূত্রটি জানিয়েছে, ২০২৬ সালে বিক্রি হওয়ার মোট গাড়ির ২০ শতাংশ হতে হবে বৈদ্যুতিক। ২০৩০ সালে এ হার বেড়ে দাঁড়াবে ৬০ এবং ২০৩৫ সালে ১০০ শতাংশ।
কানাডার পরিবেশ মন্ত্রণালয় এ ব্যাপারে কোনো ধরনের মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
বিশ^ব্যাপী বিক্রি হওয়া মোট গাড়ির ১৩ শতাংশ এখন বৈদ্যুতিক এবং এই দশকের শেষান্তে এসে এটা ৪০ থেকে ৪৫ শতাংশে উন্নীত হতে পারে। প্যারিসভিত্তিক ইন্টারন্যাশনসাল অ্যানার্জি এজেন্সির (আইইএ) তথ্যে এমনটাই জানা গেছে।

বৈদ্যুতিক গাড়ির বাজারের শীর্ষ প্রতিষ্ঠান টেসলা ২০২৩ সালের প্রথমার্ধে যুক্তরাষ্ট্রের বাজারে ৩ লাখ ২৫ হাজার ২৯১টি ভৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে। জেনারেল মোটোরসের শেভ্রোলেট ব্র্যান্ডের বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে ৩৪ হাজার ৯৪৩টি। এরপর বৈদ্যুতিক গাড়ি সবচেয়ে বেশি বিক্রি করেছে ফোর্ড, হুন্দাই এবং রিভিয়ান।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.