বুধবার, মে ১, ২০২৪
13.8 C
Toronto

Latest Posts

গ্রেপ্তার হলেন সার্ভিস অন্টারিওর কর্মীরা

- Advertisement -
টরন্টো পুলিশ সার্ভিসের ৫৩ ডিভিশনের মেজর ক্রাইম ইউনিটের কর্মকর্তাদের কাছে গাড়ি চুরির তদন্ত সাধারণ বিষয়

টরন্টো পুলিশ সার্ভিসের ৫৩ ডিভিশনের মেজর ক্রাইম ইউনিটের কর্মকর্তাদের কাছে গাড়ি চুরির তদন্ত সাধারণ বিষয়। কিন্তু ফেব্রুয়ারিতে গাড়ি চুরির একটি সাধারণ ঘটনা ছোট-খাটো তদন্তের বাইরে অন্য কিছুর দিকে নিয়ে যায়। এমনটাই বলছিলেন টরন্টো পুলিশের কর্মকর্তা ড্যান ক্রায়েলিং।

টরন্টো পুলিশ জানিয়েছে, গ্রেটার টরন্টো এরিয়ায় (জিটিএ) গাড়ি চোরচক্রের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহভাজনদের কাছে শত শত চালকের তথ্য পাচারের সঙ্গে যে সার্ভিস অন্টারিওর কর্মীরা জড়িত তদন্তকারীরা সেটি জানতে পারেন।

- Advertisement -

প্রজেক্ট সাফারি শীর্ষক ওই তদন্তের আওতায় সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে তিনজন রয়েছেন সার্ভিস অন্টারিওর কর্মী। এই সাতজন সন্দেহভাজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সাকল্যে ৭৩টি।

ক্রায়েলিং বলেন, পোশাক পরিহিত দুজন কর্মকর্তা এই তিনজনের ব্যাপারে আমাদের দৃষ্টি আকর্ষণ করেন। তারা গাড়ির মধ্যে বসে ছিলেন। তাদের কাছে অনেকগুলো যন্ত্রপাতি ছিল, যেগুলো সাধারণত গাড়ি চুরির কাজে ব্যবহার করা হয়ে থাকে। আমরা তদন্তের গতি বাড়িয়ে দিই। এরপর এর সঙ্গে সার্ভিস অন্টারিওর সদস্যদের সম্পৃক্ততা থাকতে পারে ভেবে আমরা চেকগুলো খতিয়ে দেখতে মুরু করি।
এর আগে পুলিশ জানিয়েছিল, এই কর্মীরা পরিবহন মন্ত্রণালয়ের ড্রাইভিং ও ভেহিকল ডেটা গাড়ি চোরদের কাছে পাচার করেছেন। এর মধ্যে রয়েছে শত শত ঠিকানা।

পুলিশের তথ্য অনুযায়ী, গাড়ি চোরচক্রের সদস্যরা ওইসব তথ্য গাড়ি চুরির কাজে ব্যবহার করে এবং জালিয়াতপূর্ণ নিবন্ধন নাম্বারের সঙ্গে তা সংযুক্ত করে। প্রক্রিয়াটিকে রি-ভিন বলা হয়ে থাকে। ভুয়া ওই ভিনও সরবরাহ করে সার্ভিস অন্টারিওর কর্মীরা।
চুরি করা ওই গাড়ি এর স্থানীয়ভাবে ব্যবহৃত গাড়ি হিসেবে বিক্রি করা হয় অথবা অপরাধমূলক কর্মকা-ে ব্যবহার করা হয়।
পুলিশ জানিয়েছে, আবাসিক ও বাণিজ্যিক গ্যারেজ এবং সার্ভিস অন্টারিওর বিভিন্ন অফিসে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত মোট ২৫টি তল্লাশি পরোয়ানা বাস্তবায়ন করা হয়েছে। এর ফলে ১৫ লাখ ডলার নগদ অর্থ ও বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়।
ক্রায়েলিং বলেন, আমাদের অফিস ছোট হলেও এটাই সম্ভবত আমাদের নেওয়া সবচেয়ে বড় প্রজেক্ট।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.