বুধবার, মে ১, ২০২৪
7.7 C
Toronto

Latest Posts

ষড়যন্ত্র তত্ত্ব জনপ্রিয় হচ্ছে

- Advertisement -
ভিন গ্রহের বুদ্ধিমান প্রাণীদের সঙ্গে আমাদের গোপনে যোগাযোগ হয়েছে।

পৃথিবী সমতল। ভিন গ্রহের বুদ্ধিমান প্রাণীদের সঙ্গে আমাদের গোপনে যোগাযোগ হয়েছে। নিল আর্মস্ট্রং ও বাজ অলড্রিন ১৯৬৯ সালে চাঁদে অবতরণ করেননি। এগুলো অসত্য বিবৃতি মনে হতে পারে। কিন্তু নতুন একটি সমীক্ষা বলছে, কানাডার উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এগুলো এবং অন্যান্য ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করেন।

সমীক্ষায় অংশ নেওয়া প্রায় ৫ শতাংশ উত্তরদাতা পৃথিবী সমতল বলে মনে করেন। ১১ শতাংশ মনে করেন চাঁদে অবতরণের বিষয়টি ধোঁকা। সমীক্ষায় অংশ নেওয়া এক-তৃতীয়াংশ উত্তরদাতা মনে করেন, আমাদের গ্রহের সঙ্গে এলিয়েনদের যোগাযোগ আছে এবং সেটা জনগণের কাছে গোপন রাখা হয়েছে।

- Advertisement -

জরিপকারী প্রতিষ্ঠান লেজার ২৪ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত এক হাজার ৫২৯ জন কানাডিয়ান এবং এক হাজার ১১ জন আমেরিকানের ওপর সমীক্ষাটি পরিচালনা করেছে। সমীক্ষায় অংশগ্রহণকারীদের কাছে বেশ কিছু ষড়যন্ত্র তত্ত্বের ব্যাপারে তাদের মনোভাব জানতে চাওয়া হয়েছিল।

সমীক্ষায় অংশ নেওয়া ৭৯ শতাংশ কানাডিয়ান এবং ৮৪ শতাংশ আমেরিকান সমীক্ষায় উল্লেখিত ষড়যন্ত্র তত্ত্বগুলোর মধ্যে একটি হলেও বিশ্বাস করেন। উভয় দেশেই রক্ষণশীল ভোটারদের মধ্যে ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করার প্রবণতা বেশি দেখা গেছে।
এক-চতুর্থাংশের কিছু বেশি আমেরিকান বলেন, বৈশি^^ক উষ্ণতার অস্তিত্ব আছে বলে তারা বিশ^াস করেন না। কানাডিয়ানদের মধ্যে এ হার ১৬ শতাংশ। কানাডিয়ান এবং আমেরিকান উভয়েই একটা বিষয়ে অভিন্ন মত দেন এবং তা হলো মূল ধারার গণমাধ্যমগুলো তথ্য বিকৃত করে তা প্রচার করছে। সমীক্ষায় অংশ নেওয়া ৫৫ শতাংশ কানাডিয়ান এবং ৬৭ শতাংশ আমেরিকান এমনটাই মনে করেন। এ ব্যাপারে কিছু জানেন না বলে মন্তব্য করেন সমীক্ষায় অংশ নেওয়া ১০ শতাংশ কানাডিয়ান।

১৯৬৩ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির মৃত্যু নিয়ে সরকারের তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছিল তা বিশ^াস করেন না বলে জানিয়েছেন অর্ধেকের মতো আমেরিকান। কানাডিয়ানদের মধ্যে এ হার এক-তৃতীয়াংশের কিছু বেশি।

১৯৯৭ সালের আগস্টে গাড়ি দুর্ঘটনায় প্রিন্সেস ডায়ানার মৃত্যু হলেও দুর্ঘটনার পরিবর্তে একে হত্যাকা- বলে মনে করেন সমীক্ষায় অংশ নেওয়া উভয় দেশের এক-তৃতীয়াংশ উত্তরদাতা। ক্যান্সারের জানা নিরাময় বিজ্ঞানী ও সরকারগুলো গোপন রাখছে বলে মনে করেন ৩৪ শতাংশ কানাডিয়ান। জৈব অস্ত্র হিসেবে কোভিড-১৯ পরীক্ষাগারে সৃষ্ট বলে বিশ্বাস করেন সমীক্ষায় অংশ নেওয়া ৩২ শতাংশ কানাডিয়ান। আমেরিকানদের এই তত্ত্ব বিশ^াস করেন ৫১ শতাংশ।

কানাডার প্রধান চারটি রাজনৈতিক দলের মধ্যে ষড়যন্ত্র তত্ত্বগুলোর মধ্যে একটি বাদে সবগুলো বিশ^াস করার ক্ষেত্রে এগিয়ে আছেন টোরি ভোটাররা। ব্লক কুইবেকোয়িসদের মধ্যে অর্ধেক ভোটার জন এফ কেনেডির হত্যাকা- বিশ্বাস না করার কথা জানিয়েছেন। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনে জালিয়াতি হয়েছিল এবং ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল বলে মনে করেন কনজার্ভেটিভ সমর্থকদের এক-চতুর্থাংশ। গড় কানাডিয়ানদের চেয়ে তা আট পয়েন্ট বেশি। গড়ে ১৭ শতাংশ কানাডিয়ান এই তত্ত্ব বিশ^াস করেন। তবে রিপাবলিকানদের মধ্যে এই তত্ত্ব বিশ্বাস করার হার ৫৭ শতাংশ।
কানাডায় অঞ্চল হিসেবে আলবার্টার বাসিন্দাদের মধ্যে এই বিশ্বাস সবচেয়ে বেশি যে, বৈশি^ক সরকার প্রতিষ্ঠায় গোপন একটি বৈশ্বিক এলিটগোষ্ঠী কাজ করছে। তাদের মধ্যে এ হার ৪৪ শতাংশ। সমাজকে নিয়ন্ত্রণে নিতে নারীবাদ একটি কৌশল বলে মনে করেন আলবার্টার ১৯ শতাংশ বাসিন্দা। নারীবাদ বিষয়ক এই ধারণা কানাডিয়ান নারীদের তুলনায় পুরুষদের মধ্যে দ্বিগুন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.