বুধবার, মে ১, ২০২৪
7.7 C
Toronto

Latest Posts

সিএসআইএসের অফিসে বিষাক্ত কর্মপরিবেশ

- Advertisement -
কানাডার গোয়েন্দা সংস্থায় ধর্ষণ ও হয়রানির অভিযোগ গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

কানাডার গোয়েন্দা সংস্থায় ধর্ষণ ও হয়রানির অভিযোগ গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যারা এ ঘটনার শিকার কর্মকর্তারা তারা প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে অসার নয় বলে আশা করছেন।

ব্রিটিশ কলাম্বিয়ায় দায়িত্ব পালনকালে এক জ্যেষ্ঠ সহকর্মীর দ্বারা নয়বার ধর্ষণের শিকার সিএসআইএসের এক কর্মকর্তা বলেন, কানাডিয়ান প্রেস হুইসেলব্লোয়ারের দাবি নিয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করার পর গ্রুপটির ট্রডোর মনোযোগে থাকাটা ভালো খবর।
টরন্টোতে ২০১৭ সালে এক কর্মকর্তার মামলার প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। ওই কর্মকর্তা বৈষম্যমূলক আচরণের শিকার হওয়ার অভিযোগ করেছিলেন।

- Advertisement -

সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপে জেন ডো নামে নিজেকে পরিচয় দেওয়া ওই নারী বলেন, কথা নয়, কাজ। এই অবস্থায় এটায় সবচেয়ে বেশি প্রযোজ্য বলে আমি মনে করি। গল্পটি প্রধানমন্ত্রীর মনোযোগ আকর্ষণ করতে পারাটা আমার কাছে দারুণ বলে মনে হয়েছে। তবে এজন্য এতটা সময় কেন লাগল সেটা আমাকে অবাক করেছে।

কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিসের ব্রিটিশ কলাম্বিয়া অফিসে সার্ভিল্যান্স কর্মকর্তা হিসেবে কাজ করতেন জেন ডো। কানাডিয়ান প্রেসের তদন্তে চারজন কর্মকর্তার যে গ্রুপটি কথা বলেছিলেন জেন ডো তাদের একজন। তারা বলেন, অফিসটি ছিল বিষাক্ত কর্মক্ষেত্র এবং সেখানে কনিষ্ঠ কর্মকর্তাদের প্রতি জ্যেষ্ঠ কর্মকর্তাদের আচরণ ছিল নিপীড়নমূলক। এমনকি যৌন নিপীড়ন, বুলিং ও হয়রানিও করা হতো।

জেন ডো বলেন, আমি বিশ্বাস করতে চাই যে, পরিস্থিতির পরিবর্তন আসবে। যদিও আমার অভিজ্ঞতা আশাবাদী হওয়ার ক্ষেত্রে সতর্ক হওয়ার কথাও বলছে। এ ব্যাপারে আমি যে ভুল সেটা বিশ^াস করতে চাই। এখানে স্থায়ী কিছু পরিবর্তন দরকার। এটা অভ্যন্তরীণভাবে আসতে হবে। ২০১৭ সালের মামলাটি যদি ঘুম ভাঙানোর জন্য যথেষ্ট নাও হয় তাহলে এবারের ঘটনাটি তেমনটা হবে বলে আমি আশাবাদী।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.