শুক্রবার, মে ৩, ২০২৪
12.9 C
Toronto

Latest Posts

বঙ্গবন্ধুর খুনি নূরকে ফেরত পেতে আপিল করবে বাংলাদেশ

- Advertisement -
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি নূর চৌধুরী

কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন, সংক্ষেপে সিবিসি টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান ‘দ্য ফিফ্থ এস্টেট’-এ গত ১৭ নভেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি নূর চৌধুরীকে নিয়ে সম্প্রচারিত প্রামাণ্যচিত্র ‘দ্য অ্যাসাসিন নেক্সট ডোর’ এবং পর্যায়ক্রমে গত ২১ নভেম্বর সিবিসি রেডিও পডকাস্ট অনুষ্ঠান ‘দ্য ফ্রন্ট বার্নার’-এ ওই প্রামাণ্যচিত্রের উপস্থাপক মার্ক কেলীর সাক্ষাতকার সম্প্রচারিত হবার পর এক জোরালো প্রেক্ষাপট তৈরি হয়েছে বলে প্রতীয়মান। তাতে মৃত্যুদন্ডে দন্ডিত নূর চৌধুরীকে ফেরত পেতে বাংলাদেশ সরকারের হাতে নতুন আলামত এসেছে এবং তারই ভিত্তিতে বাংলাদেশ সরকার কানাডার কোর্টে আপিল করবে বলে জানা গেছে।

গত ২৩ নভেম্বর ভারতের অনলাইন নিউজ পোর্টাল ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ নূর চৌধুরীর প্রত্যাবাসনে রাষ্ট্রদূত ড. খলিলুর রহমানের ঘোষণাকে সরাসরি উদ্ধৃত করে সংবাদ ছেপেছে যে, বাংলাদেশের শেখ হাসিনা সরকার নতুন আলামতের ভিত্তিতে আপাতদৃষ্টিতে কানাডার আদালতে আপিল করবে। তাতে আরও বলা হয়েছে, কানাডায় নূর চৌধুরীর মুক্ত বিচরণের উপর যে প্রামাণ্যচিত্র সম্প্রচারিত হয়েছে, সেটাই তার ভিত্তিমূল।

- Advertisement -

পরিপ্রেক্ষিতে রাষ্ট্রদূতের ভাষ্য, এটি কানাডার ‘ডাবল স্ট্যান্ডার্ড’ বা ‘দ্বৈতাচার’, যেখানে একজন খুনির মানবাধিকারকে সুরক্ষা দেওয়া হচ্ছে, অথচ তারই কর্মযজ্ঞে ক্ষতিগ্রস্থ পরিবার-পরিজন ন্যায়বিচার থেকে বঞ্ছিত। তাই কানাডা সরকারের কাছে নূর চৌধুরীর প্রত্যাবাসনে বাংলাদেশ নতুন করে আপিল জানাবে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.