শনিবার, মে ৪, ২০২৪
13.7 C
Toronto

Latest Posts

সরকারের উদ্বৃত্ত জমিতে ২,৮০০ বাড়ি নির্মাণের ঘোষণা

- Advertisement -
ক্রয়-সংক্রান্ত মন্ত্রী জাঁ-ইভস ডুকলো অটোয়াতে ৭ নভেম্বর বলেন, এটা গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে আমরা জানি যে, আরও অনেক কিছু করতে হবে

জাতীয় পর্যায়ে আবাসন সংকট সমাধানে চাপের মধ্যে রয়েছে ফেডারেল সরকার। এ অবস্থায় কানাডাজুড়ে সরকারের ছয়টি উদ্বৃত্ত জমিতে ২ হাজার ৮০০ বাড়ি নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে।

ক্রয়-সংক্রান্ত মন্ত্রী জাঁ-ইভস ডুকলো অটোয়াতে ৭ নভেম্বর বলেন, এটা গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে আমরা জানি যে, আরও অনেক কিছু করতে হবে।

- Advertisement -

ফল ইকোনমিক স্টেটমেন্টের আগে লিবারেল সরকার আবাসন নিয়ে একাধিক ঘোষণা দিয়েছে। একই সময়ের ক্রয়ক্ষমতার ওপর গুরুত্ব দেওয়ায় জনমত জরিপে কনজার্ভেটিভদের জনপ্রিয়তা বাড়ছে। ফেডারেল জমিতে ২০২৯ সালের মধ্যে ২৯ হাজার ২০০ ইউনিট বাড়ি নির্মাণের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সর্বশেষ এই ঘোষণা তা অর্জনে ভূমিকা রাখবে। এসব বাড়ির অনেকগুলো হবে সাশ্রয়ী।

ক্রাউন কর্পোরেশন কানাডা ল্যান্ডস কোম্পানি ফেডারেল সম্পত্তি ব্যবস্থাপনা করে থাকে। তারা এমনভাবে আবাসন প্রকল্পের ন্যূনতম লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে, যাতে করে ২০ শতাংশ ইউনিট অবশ্যই থাকে। এমনটাই বলেছেন ডুকলো।

সাশ্রয়ী বাড়ির মিউনিসিপাল লক্ষ্যমাত্রা না থাকলে বা লক্ষ্যমাত্রা কম হলে এই লক্ষ্যমাত্রা সেক্ষেত্রে কাজে আসবে। কানাডা ল্যান্ডস কোম্পানি বলেছে, তাদের তৈরি বাড়ির গড়ে ১০ শতাংশ সাশ্রয়ী হবে বলে ধরা হয়েছিল। তবে তাদের নতুন কৌশলগত পরিকল্পনায় আরও উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আগামী পাঁচ বছরে কানাডা ল্যান্ডস কোম্পানি ২৬ হাজার ৪০০ ইউনিট বাড়ি নির্মাণে সক্ষম হবে বলে আশা করছে।

ডুকলো বলেন, এর অর্থ হলো আগামী পাঁচ বছরে কানাডা ৫ হাজার ৩০০ সাশ্রয়ী বাড়ি পাবে, গত ৩০ বছরের যা দ্বিগুন। কানাডিয়ানদের হাতে সাশ্রয়ী বাড়ি তুলে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি। কিন্তু আমরা মনে করি এবং আমরা জানি আমরা আরও অনেক কিছু করতে পারি।

ডেভেলপারদের সঙ্গে চুক্তির মাধ্যমে কানাডা ল্যান্ড কোম্পানি অতিরিক্ত ২ হাজার ৮০০ বাড়ি নির্মাণের জন্য ফেডারেল সরকারের অতিরিক্ত ছয়টি জমি ২০২৪ সালের গোড়ার দিকে উন্মুক্ত করা শুরু করবে। এগুলোর অবস্থান ক্যালগেরি, এডমন্টন, অটোয়া, সেইন্ট জন’স এবং নিউফাউন্ডল্যান্ডে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.