শুক্রবার, মে ৩, ২০২৪
14.2 C
Toronto

Latest Posts

অধিকাংশ কানাডিয়ানের মজুরি প্রয়োজন ঘণ্টায় কমপক্ষে ২০ ডলার

- Advertisement -
অন্টারিওর যেকোনো স্থানেই স্বচ্ছন্দে জীবনযাপনের জন্য ন্যূনতম মজুরি যথেষ্ট নয়। অন্টারিও লিভিং ওয়েজ নেটওয়ার্কের (ওএলডব্লিউএন) নতুন এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে

অন্টারিওর যেকোনো স্থানেই স্বচ্ছন্দে জীবনযাপনের জন্য ন্যূনতম মজুরি যথেষ্ট নয়। অন্টারিও লিভিং ওয়েজ নেটওয়ার্কের (ওএলডব্লিউএন) নতুন এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

৬ নভেম্বর প্রকাশিত ওএলডব্লিউএনের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, টরন্টো ও গ্রেটার টরন্টো এরিয়াতে (জিটিএ) যারা বাস করেন তাদের ঘণ্টায় মজুরি প্রয়োজন কমপক্ষে ২৫ দশমিক শূন্য ৫ ডলার, যা ২০২২ সালের ন্যুননতম মজুরির চেয়ে ৮ শতাংশ বেশি। ২০২২ সালের ন্যুনতম মজুরি ঘণ্টায় ২৩ দশমিক ১৫ ডলার। গত বছরের মতো এ বছরও অন্টারিওতে লিভিং ওয়েজ অনেক বেশি।

- Advertisement -

নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, লিভিং ওয়েজ হচ্ছে কর-পূর্ব আয়, যা দিয়ে ব্যয় নির্বাহ করা সম্ভব। তিন ধরনের পরিবারকে বিবেচনায় নিয়ে হিসাবটি করেছে তারা। এগুলো হলো সিঙ্গেল অ্যাডাল্ট, ৭ বছর বয়সী সন্তানসহ সিঙ্গেল প্যারেন্ট এবং ৭ ও ৩ বছর বয়সী সন্তানসহ চার সদস্যের পরিবার।

লিভিং ওয়েজ হিসাবের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে খাবার, বাড়ি ভাড়া, পরিবহন, জামা-কাপড়, ইন্টারনেট এবং সেলফোন ব্যয়। বিনোদন ও ব্যক্তিগত সেবার ব্যয়ও এক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে। পাশপাশি প্রযোজ্য কোনো সরকারি কর, হস্তান্তর ও সুবিধা থাকলে তাও এই হিসাবের মধ্যে ধরা হয়েছে।

ও্এলডব্লিউএন তাদের প্রতিবেদনে বলেছে, যেখানে কোনো কর্মী বসবাস করেন সেখানে পরিবারের ব্যয় নির্বাহের মতো আয়ে মধ্য দিয়ে দারিদ্র মোকাবিলার একটি কার্যকর হাতিয়ার হচ্ছে লিভিং ওয়েজ। ভালোমানের ছুটি কাটানো ও স্থানীয় কমিউনিটির সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগকেও লিভিং ওয়েজ হিসাব করার ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে।
জিটিএতে লিভিং ওয়েজ সবচেয়ে বেশি হলেও বছরওয়ারি এটা সবচেয়ে বেশি বেড়েছে অটোয়াতে ১২ শতাংশ। অটোয়াতে ২০২৩ সালে ঘণ্টায় মজুরি ২ দশমিক ৩৫ ডলার বেড়ে হয়েছে ২১ দশমিক ৯৫ ডলার।

স্ট্যাটিস্টিকস কানাডার তথ্য অনুযায়ী, গ্রেটার টরন্টো এরিয়াতে লিভিং ওয়েজ ঘণ্টায় ২৫ দশমিক শূন্য ৫ ডলার, গ্রে ব্রুস পার্থ হুরন সিমকোর রিজিয়নে ২২ দশমিক ৭৫ ডলার, অটোয়াতে ২১ দশমিক ৯৫ ডলার, ডাফেরিন গুয়েল্ফ ওয়েলিংটন ওয়াটারলু রিজিয়নে ২০ দশমিক ৯০ ডলার, হ্যামিল্টনে ২০ দশমিক ৮০ ডলার, ডারহাম, কিংস্টন, হাস্টিংস অ্যান্ড প্রিন্স এডওয়ার্ড, মুস্কোকা, নর্দামবারল্যান্ড, পিটারবোরো এবং প্রেস্কট ও রাসেলসহ পূর্বাঞ্চলে ২০ দশমিক ৬০ ডলার, ব্র্যান্ট হালডিম্যান্ড নরফোক রিজিয়নে ২০ দশমিক ৩৫ ডলার, উত্তর অঞ্চলে ১৯ দশমিক ৮০ ডলার, লন্ডন এলজিন অক্সফোর্ড রিজিয়নে ১৮ দশমিক ৮৫ ডলার এবং দক্ষিণপশ্চিম অঞ্চলে ১৮ দশমিক ৬৫ ডলার।

অন্টারিওতে ন্যুনতম মজুরি ১ অক্টোবর ৬ দশমিক ৮ শতাংশ বেড়ে ১৬ দশমিক ৫৫ ডলার হলেও এখনো প্রদেশের কাক্সিক্ষত লিভিং ওয়েজের চেয়ে ২ দশমিক ১০ ডলার কম আছে। এ ছাড়া টরন্টোবাসী বর্তমানে যে ন্যুনতম মজুরি সব মৌলিক ব্যয় নির্বাহের জন্য তার চেয়ে ৮ দশমিক ৫০ ডলার বেশি প্রয়োজন।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.