শুক্রবার, মে ৩, ২০২৪
15 C
Toronto

Latest Posts

১৮ শিক্ষকের দায়িত্ব পালনে অস্বীকৃতি

- Advertisement -
পার্শ্ববর্তী একটি সেলফোন টাওয়ার থেকে রেডিয়েশন নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে তা পর্যালোচনার জন্য তৃতীয় পক্ষের পরামর্শক প্রতিষ্ঠানের পরামর্শ নেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড (টিডিএসবি)

পার্শ্ববর্তী একটি সেলফোন টাওয়ার থেকে রেডিয়েশন নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে তা পর্যালোচনার জন্য তৃতীয় পক্ষের পরামর্শক প্রতিষ্ঠানের পরামর্শ নেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড (টিডিএসবি)। সে অনুযায়ী তারা পরবর্তী কার্যক্রমের সুপারিশ করবে। সপ্তাহের গোড়ার দিকে টরন্টোর একটি স্কুলে বেশ কয়েকজন শিক্ষক দায়িত্ব পালনে অস্বীকৃতি জানানোর পর এসব কথা বলেছে টিডিএসবি।

নর্থ ইয়র্কের উইলিয়াম লিও ম্যাকেঞ্জি কলেজিয়েট ইনস্টিটিউটের অধ্যক্ষ সিন্থিয়া নিগুয়েন পরিস্থিতির কথা সম্পর্কে স্কুল কমিউনিটির কাছে বুধবার সকালে তুলে ধরেন। এক নোটে তিনি বলেন, আপনাদের আমি এটা জানাচ্ছি যে, উইলিয়াম লিও ম্যাকেঞ্জি কলেজিয়েট ইনস্টিটিউটের ১৮ জন সদস্য দায়িত্ব পালনে অস্বীকৃতি জানানোর প্রক্রিয়া শুরু করেছেন। পাশর্^বর্তী একটি সেলফোন টাওয়ার থেকে সম্ভাব্য তেজস্ক্রিয়া নির্গমন নিয়ে উদ্বেগ রয়েছে।

- Advertisement -

নিগুয়েন বলেন, শেফার্ড এভিনিউ ওয়েস্ট ও ডাফেরিন স্ট্রিটের কাছের স্কুল প্রশাসকদের দিয়ে ক্লাস নেওয়ার সর্বাত্মক আয়োজন করেছে। উদ্ভুত উদ্বেগ নিয়েও ওইদিন আলোচনা করা হয়েছে।
বিষয়টি আরও খতিয়ে দেখার ও সমাধান খোঁর্জা ব্যাপারে আশ্বাস দেওয়ার পর ওই ১৮ কর্মী কাজে ফিরেছেন বলে নিশ্চিত করেছেন টিডিএসবির মুখপাত্র রায়ান বার্ড। টাওয়ারটি স্কুলের খুব কাছাকাছি অবস্থিত হলেও সেটি টিডিএসবির জমিতে নয় বলেও জানান তিনি।

ওএসএসটিএফ টরন্টোর প্রেসিডেন্ট মিশেল টেইক্সিরিয়া এক বিবৃতিতে বলেছেন, অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি অ্যাক্টের আওতায় কাজ করতে অস্বকৃতি জানানোর অধিকার ওই ১৮ শিক্ষকের রয়েছে। তাদের উদ্বেগের বিষয়টি একাধিকবার নিয়োগদাতা প্রতিষ্ঠানকে জানানোর পরও এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণে গড়িমসির কারণে শিক্ষকদের মধ্যে এই ধারণা তৈরি হয় যে, এটা ছাড়া তাদের সামনে আর কোনো বিকল্প নেই।

এ ব্যাপারে জানতে চাইলে অন্টারিওর লেবার, ইমিগ্রেশন, ট্রেইনিং অ্যান্ড স্কিলস ডেভেলপমেন্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়, পাশর্^বর্তী সেলফোন ট্ওায়ার থেকে তেজস্ক্রিয়তা বিকিরণের ব্যাপারে উইলিয়াম লিও ম্যাকেঞ্জি কলেজিয়েট ইনস্টিটিউটের কাছ থেকে কোনো অভিযোগ তারা পায়নি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.