শনিবার, মে ৪, ২০২৪
16 C
Toronto

Latest Posts

মূল্যছাড় দিতে চায় গ্রোসাররা

- Advertisement -
মুদিপণ্যের মূল্যে স্থিতিশীলতা আনার প্রাথমিক পদক্ষেপ হিসেবে গ্রোসাররা মূল্যছাড়, মূল্য অপরিবর্তিত রাখা এবং মূল্য সমন্বয়ের প্রস্তাব করেছেন বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী ফ্রাসোয়াঁ-ফিলিপ শ্যাম্পেইন

মুদিপণ্যের মূল্যে স্থিতিশীলতা আনার প্রাথমিক পদক্ষেপ হিসেবে গ্রোসাররা মূল্যছাড়, মূল্য অপরিবর্তিত রাখা এবং মূল্য সমন্বয়ের প্রস্তাব করেছেন বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী ফ্রাসোয়াঁ-ফিলিপ শ্যাম্পেইন। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি। কোন কোন পণ্য এর আতওায় পড়বে তাও জানাননি।
শ্যাম্পেইন বলেন, শিগগিরই কানাডিয়ানরা এর বাস্তবায়ন দেখতে পাবেন। অর্থাৎ সব পণ্যে মূল্যছাড়, কিছু মূল্য অপরিবর্তিত এবং মূল্য সমন্বয়ের প্রচারণা শুরু হবে। এসব সুযোগের কিছু কিছু দেওয়ার কাজ এরই মধ্যে শুরুও হয়েছে।

অন্য নিয়মিত অফার থেকে এগুলোর পার্থক্য কানাডিয়ানরা কীভাবে বুঝবেন? জানতে চাইলে শ্যাম্পেইন বলেন, প্রত্যেক কোম্পানি কী প্রতিশ্রুতি দিয়েছে তা আমি প্রকাশ করতে চাই না। আমাদের পরিকল্পনায় কী কী থাকছে তার উদাহরণ দিতে গিয়ে আমি এগুলো বলেছি। কারণ, আমি চাই বাজারে প্রতিযোগিতা থাকুক। আমি বলতে পারি না যে, এটা লবল থেকে পেয়েছি, বা মেট্রো থেকে বা কটস্কো বা ওয়ালমার্ট থেকে পেয়েছি। প্রত্যেক গ্রোসারের কাজ আলাদা। এ থেকে বেছে নেওয়ার দায়িত্ব কানাডিয়ানদের।
থ্যাংক্সগিভিংয়ের আগেই মূল্য স্থিতিশীল করার পরিকল্পনা উপস্থাপনের জন্য গত মাসে কানাডার প্রধান প্রধান গ্রোসারদের তলব করে লিবারেল সরকার। তা না করলে এর পরিণাম হিসেবে কর ব্যবস্থার কথা বলা হয় সে সময়।

- Advertisement -

শ্যাম্পেইন বলেন, গ্রোসাররা পর্যাপ্ত পদক্ষেপ না নিলে ফেডারেল সরকার এখনো বিষয়টি নিয়ে কাজ করতে তৈরি আছে।

গ্রোসারিপেণ্যের মূল্যবৃদ্ধি কানাডিয়ানদের পীড়নের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এর সবচেয়ে বেশি শিকার হচ্ছে নি¤œ-মধ্যবিত্ত পরিবারগুলো, যারা তাদের আয়ের বড় অংশই তারা ব্যয় করে খাদ্য বাবদ। আগস্টে গ্রোসারিপণ্যের মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৯ শতাংশে দাঁড়িয়েছে। যদিও সার্বিক মূল্যস্ফীতির তুলনায় খাদ্য মূল্যস্ফীতি বাড়ছে বেশি দ্রুতগতিতে। গত মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৪ শতাংশ।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.