শনিবার, মে ৪, ২০২৪
19.6 C
Toronto

Latest Posts

স্কারবোরো সিভিক সেন্টারের ৫০ বছরপূর্তী

- Advertisement -
স্কারবোরোর অনন্য স্থাপত্য শৈলী এবং সমগ্র উত্তর আমেরিকার মধ্যে প্রথম পরিকল্পিত টাউন সিটির ৫০ বছর পূর্ণ হয়েছে

স্কারবোরোর অনন্য স্থাপত্য শৈলী এবং সমগ্র উত্তর আমেরিকার মধ্যে প্রথম পরিকল্পিত টাউন সিটির ৫০ বছর পূর্ণ হয়েছে। জাপানিজ-কানাডিয়ান স্থপতি রেমন্ড মরিয়ামার নকশায় ১৫০ বোরো ডক্টরে স্কারবোরো সিভিক সেন্টার খুলে দেওয়া হয় আজ থেকে ৫০ বছর আগে ১৯৭৩ সালের ২৯ জুন। উদ্বোধন অনুষ্ঠানে প্রয়াত রানী এলিজাবেথ দ্বিতীয় উপস্থিত ছিলেন।

৫০ বছর পূর্তী উপলক্ষ্যে টরন্টোর মেয়র অলিভিয়া চাউ, ডেপুটি মেয়র জেনিফার ম্যাকেলভি, স্কারবোরোর কাউন্সিলর মাইকেল থমসন, নিক মান্টাস ও পল আইনস্লি এলেসমিয়ার ও ব্রিমলি রোডের কাছে সিভিক সেন্টারে জড়ো হন।

- Advertisement -

১ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেয়র অলিভিয়া চাউ বলেন, স্কারবোরো সিভিক সেন্টার গত ৫০ বছর ধরে অনেক স্মরণীয় অনুষ্ঠানের সাক্ষী হয়ে আছে। এইসব অনুষ্ঠান স্কারবোরো ও টরন্টোর ইতিহাস নির্মাণ করেছে। আজও বৈঠকের ভেন্যু হিসেবে সিভিক সেন্টার তার উদ্দেশ্য বাস্তবায়ন করে চলেছে। আমরা যখন বর্ষপূর্তী উদযাপন করছি, তখন আমার প্রত্যাশা থাকবে আর বহু বছর জায়গাটি কমিউনিটির সমবেত হওয়ার ও বিনোদনের গন্তব্যস্থল হয়ে টিকে থাকবে।
মরিয়ামা তেশিমা আর্কিটেক্টসের অংশীদার এল্ডার ক্যাট ক্রিগার, এল্ডার ক্রিস লিওনার্ড এবং ডিয়ারমুইড ন্যাশও বর্ষপূর্তীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মাস্টার হিসেবে ছিলেন স্কারবোরোভিত্তিক শিল্পী ও গবেষক এবং স্থপতি এসমন্ড লি।

বিদ্যমান পুকুরে নতুন কৈ মাছ ছাড়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটি স্মরণীয় করে রাখা হয়। স্থাপনাটি যখন প্রথম উন্মুক্ত করে দেওয়া হয় তখন এর আঙিনায় পুকুরটি তৈরি করা হয়। টরন্টোর কবি ও সাহিত্যিক লিলিয়ান অ্যালেনের কবিতাও পাঠ করা হয় অনুষ্ঠানে।

অনুষ্ঠানে আরও ছিল সংগীত, ক্রীড়া অনুষ্ঠান এবং আর্কিটেক্সারাল ট্যুর। এ ছাড়া আলবার্ট ক্যাম্পবেল স্কয়ারে স্কারবোরো সাইন বসানো হয়। আলবার্ট ক্যাম্পবেল ছিলেন স্কারবোরোর প্রথম মেয়র। তার নেতৃত্বেই স্কারবোরো সিভিক সেন্টার নির্মিত হয়।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.