রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
15.4 C
Toronto

Latest Posts

ইটিএফওর সঙ্গে চুক্তিকে পৌঁছেছে অন্টারিও

- Advertisement -
শিক্ষামন্ত্রী স্টিফেন লেচি ২২ সেপ্টেম্বর চুক্তির বিষয়টি ঘোষণা করেন। চুক্তিটি শিশুদের শ্রেণিকক্ষে রাখতে সহায়তা করবে বলে মন্তব্য করেন বলেন

এলিমেন্টারি টিচার্স’ ফেডারেশন অব অন্টারিওর (ইটিএফও) সঙ্গে সম্ভাব্য একটি চুক্তিতে পৌঁছেছে অন্টারিও। সাড়ে তিন হাজার শিক্ষাকর্মীর প্রতিনিধিত্ব করছে ইটিএফও।

শিক্ষামন্ত্রী স্টিফেন লেচি ২২ সেপ্টেম্বর চুক্তির বিষয়টি ঘোষণা করেন। চুক্তিটি শিশুদের শ্রেণিকক্ষে রাখতে সহায়তা করবে বলে মন্তব্য করেন বলেন।

- Advertisement -

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের অগ্রাধিকারগুলো নিশ্চিত করার জন্য ইটিএফওর শিক্ষাকর্মীদের সঙ্গে সম্ভাব্য কেন্দ্রীয় চুক্তির ঘোষণা দেওয়ার জরুরি ছিল। অন্টারিওর পরিবার ও প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে এটা স্থিতিশীলতা আনতে সহায়তা করবে।

তবে ইটিএফওর ৮০ হাজার শিক্ষক ও খ-কালীন শিক্ষকদের সঙ্গে এখনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। শিক্ষকদের সঙ্গে চুক্তির বিষরেয় জানতে চাইলে স্টিফেন লেচি সিপি ২৪কে বলেন, আমার মনে হয় আমরা সঠিক পথেই যাচ্ছি। সরকার আরবিট্রেশনের পথ খোলা রেখেছে। তবে আমরা যদি ঐকমত্যে পৌঁছাতে পারি তাহলে আমরা একটি স্বচ্ছ ও স্বাধীন ব্যবস্থা পাব, যার ফলে ধর্মঘট এড়ানো সম্ভব হবে। এটাই আমার অগ্রাধিকার।

শিক্ষামন্ত্রীর ঘোষণার পর একটি বিবৃতি দিয়েছে অন্টারিও পাবলিক স্কুল বোর্ডস’ অ্যাসোসিয়েশন (ওপিএসবিএ)। বিবৃতিতে অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্যাথি আব্রাহাম বলেছেন, সম্ভাব্য এই চুক্তি আমাদের স্কুলে শিক্ষাকর্মীদের গুরুত্বের বিষয়টি মান্যতা দিয়েছে। সেই সঙ্গে শিক্ষার্থীদের শিক্ষা অভিজ্ঞতায় প্রতিদিন তারা যে অবদান রাখছে তার মূল্যায়ন করা হয়েছে।

ওপিএসবিএ বলেছে, তাদের অনেক সদস্য বোর্ড ও একটি স্কুল কর্তৃপক্ষে ইটিএফও শিক্ষাকর্মীদের প্রতিনিধিত্ব রয়েছে। ডারহাম ডিএসবি, হল্টন ডিএসবি এবং হ্যামিল্টন-ওয়েন্টওয়ার্থ ডিএসবি এর মধ্যে অন্যতম।

ইটিএফওর প্রেসিডেন্ট কারেন ব্রাউন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, দীর্ঘ ও কঠিন দর-কষাকষির পর আমাদের শিক্ষাকর্মীদের সঙ্গে সম্ভাব্য একটি কেন্দ্রীয় চুক্তিতে উপনীত হতে পারায় আমরা আনন্দিত। শিক্ষাকর্মীরা তাদের মূল লক্ষ্যগুলো তুলে ধরতে পেরেছেন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.