রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
15.4 C
Toronto

Latest Posts

ভারতীয় ভিসা সেবা বন্ধের যে প্রভাব পড়বে কানাডিয়ানদের ওপর

- Advertisement -
কানাডিয়ানদের জন্য ভারতের ভিসা সেবা বন্ধ অদূর ভবিষ্যতে যারা ভারত ভ্রমণের কথা ভাবছিলেন তাদের মনে অনশ্চিয়তা তৈরি করেছে

কানাডিয়ানদের জন্য ভারতের ভিসা সেবা বন্ধ অদূর ভবিষ্যতে যারা ভারত ভ্রমণের কথা ভাবছিলেন তাদের মনে অনশ্চিয়তা তৈরি করেছে। ২১ সেপ্টেম্বর কানাডায় ভারতের ভিসা প্রসেসিং সেন্টার বন্ধের ঘোষণা সামনে আসার পর এই অনিশ্চয়তায় পড়েছেন তারা। কারণ হিসেবে ভারত বলেছে, কানাডা দেশে তাদের কূটনৈতিক উপস্থিতি কমাতে পারে বলে ধারণা করছে তারা।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এর আগে সংসদে বলেন, গত জুনে শিখ স্বাধীনতা আন্দোলনের কর্মী হরদীপ সিং নিজ্জরের হত্যকান্ডের সঙ্গে ভারতের সংশ্লিষ্টতার ব্যাপারে বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে।

- Advertisement -

বিএলএস ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ইন কানাডা তাদের ওয়েবসাইটে জানিয়েছে, পরিচালনগত কারণে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ইন্ডিয়ান ভিসা সার্ভিস পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

বিএলএস মন্ট্রিয়ল, অটোয়া, টরন্টো, ব্র্যাম্পটন, উইনিপেগ, ক্যালগেরি, এডমন্টন, ভ্যানকুভার এবং সারেতে ভারতীয় ভিসা আবেদনগুলো প্রক্রিয়া করে। এর মধ্যে রয়েছে এন্ট্রি, টুরিস্ট, স্টুডেন্ট এবং এমপ্লয়মেন্ট ভিসা। সেবাটি মূলত তিনটি শ্রেণিতে বিভক্তÑপাসপোর্ট, সাময়িক ভিসা এবং ওভারসিস সিটিজেনশিপ অব ইন্ডিয়া (ওসিআই) কার্ড। ওসিআই কার্ডধারীরা ভারতীয় বংশোদ্ভুত কানাডিয়ান যাদের আগে ভারতীয় পাসপোর্ট ছিলো। তাদের স্বামী-স্ত্রী এবং সন্তানদেরও ভারতীয় পাসপোর্ট ছিল আগে। এটা ভারতে আজীবন ভিসা। কার্ডধারীরা ভারতে যতবার খুশি, যেকোনো প্রয়োজনে সারা জীবন যেতে পারেন। তবে ওসিআই স্ট্যাটাস যাতে দ্বৈত নাগরিক হিসেবে অপব্যবহার করা না হয় সে ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে। কারণ, ভারতে একই সঙ্গে বিদেশি নাগরিকত্ব গ্রহণের সুযোগ নেই।

স্বাভাবিক সময়ে ওসিআই আবেদন প্রক্রিয়াকরণে দুই থেকে তিন মাস সময় লাগে। সিঙ্গেল এন্ট্রি ভিসা পেতে সময় লাগে এক সপ্তাহের মতো।

তবে ঠিক কত সংখ্যক কানাডিয়ান ওসিআই কার্ডধারী সেটা স্পষ্ট নয়। তবে ভারতীয় গণমাধ্যম বলেছে ২০২০ সাল পর্যন্ত বিশ^ব্যাপী ৬০ লাখ ওসিআই কার্ডধারী ছিলেন।

এরই মধ্যে যারা ওসিআই কার্ড পেয়েছেন তাদের ওপর ভিসা বন্ধের কোনো প্রভাব পড়বে না। আগেই যারা সিঙ্গে এন্ট্রি ভিসা পেয়েছেন তাদের ওপরও এই সিদ্ধান্তে কোনো প্রভাব পড়বে না বলে জানান উইনিপেগে ওয়েস্টলিংক ইমিগ্রেশনের শর্মা।
তবে যারা ভারত ভ্রমণের পরিকল্পনা করেছেন কিন্তু এখন পর্যন্ত ওসিআই বা ভিসা পাননি তাদের জন্য সিদ্ধান্তটি দুর্ভাগ্যের। এমনকি যারা এরই মধ্যে আবেদন করেছেন কিন্তু এখন পর্যন্ত তা প্রক্রিয়াকরণ করা হয়নি তাদের জন্যও এটা দুর্ভাগ্যজনক।
তবে যারা ভারত থেকে কানাডায় আসতে চাইছেন তাদের ওপর এই সিদ্ধান্তে কোনো প্রভাব পড়বে না। যদিও ভারত কানাডা ভ্রমণের পরিকল্পনা করার ক্ষেত্রে সেদেশের নাগরিকদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছে। ঝুঁকির কথা উল্লেখ করে এই সতর্কতা দিচ্ছে দেশটি।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.