শনিবার, মে ১৮, ২০২৪
20.5 C
Toronto

Latest Posts

একই হাইস্কুল থেকে শতভাগ গ্রেড নিয়ে ছয় শিক্ষার্থীর গ্র্যাজুয়েশন

- Advertisement -
টরন্টো ডিস্ট্রিক্ট ক্যাথলিক স্কুল বোর্ড থেকে এ বছর মোট আটজন শিক্ষার্থী শতভাগ গ্রেড নিয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন।

টরন্টো ডিস্ট্রিক্ট ক্যাথলিক স্কুল বোর্ড থেকে এ বছর মোট আটজন শিক্ষার্থী শতভাগ গ্রেড নিয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। এর মধ্যে ছয়জনই একই স্কুলের শিক্ষার্থী।

২০২২-২৩ শিক্ষাবর্ষে ফাদার জন রেডমন্ড ক্যাথলিক সেকেন্ডারি স্কুল এবং লেক শোর বুলভার্ড ওয়েস্টের দক্ষিণে ইটোবিকোরে হাইস্কুল রিজিয়নাল আর্টস সেন্টারের সবচেয়ে বেশি শিক্ষার্থী শতভাগ গ্রেড নিয়ে গ্র্যাজুয়েট হয়েছেন। ছয় শিক্ষার্থীর কল্যাণে স্কুলটি সবচেয়ে ত্রুটিহীনের স্বীকৃতি পেয়েছে। এটাই এখন পর্যন্ত সবচেয়ে বড় সাফল্য বলে সিটিভি নিউজ টরন্টোকে নিশ্চিত করেছেন প্রিন্সিপাল জন ডি’ওনোফ্রিও। গত বছর টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ডের পাঁচ শিক্ষার্থী শতভাগ গ্রেড নিয়ে স্কুল ছেড়েছিলেন। যদিও সেবার সব শিক্ষার্থীই ছিলেন ভিন্ন ভিন্ন স্কুলের।
ডি’ওনোফ্রিও সিটিভি নিউজ টরন্টোকে বলেন, এই ফলাফলে আমি বিস্মিত। এই ফলাফলে আমি অবাক হলেও এটা অপ্রত্যাশিত ছিল না।

- Advertisement -

২০২২-২৩ শিক্ষাবর্ষে রেডমন্ডের যে ছয় শিক্ষার্থী শতভাগ গ্রেড নিয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন তারা হলেন আমেলিয়া ক্যাম্পেলি, হোনোরা মারফি, টানো এনগুয়েন, নাটালিয়া জুলেক, জাকারি সেরি এবং রবার্ট জুপানসিস। ডি’ওনোফ্রিও এই শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমী ও সুশঙ্খল বলে উল্লেখ করেছেন, যা স্কুলের ‘টিচ মি গুডনেস, ডিসিপ্লিন অ্যান্ড নলেজ’র সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই সাফল্যের কৃতিত্ব শিক্ষার্থীদের দিলেও পারিপার্শি^ক সহায়তাও এতে ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেন তিনি।

ডি’ওনোফ্রিও বলেন, এটা সম্ভব হয়েছে শিক্ষার্থীদের নিজেদের এবং বাড়িতে তাদের পরিবার ও বন্ধুদের কাছ থেকে পাওয়া সহায়তার কারণে। শিক্ষার্থীদের সঙ্গে সম্পৃক্ত থাকার জন্য স্কুল হিসেবে আমাদের যা করার প্রয়োজন আমরা তা করেছি। আমরা এই শিক্ষার্থীদের সহায়তা করে গেছি, তাদের আগ্রহকে বাড়িয়ে দিয়েছি এবং তাদের ইচ্ছাকে বাড়িয়ে দিয়েছি। কীভাবে তারা আরও উন্নত করতে পারে এবং প্রত্যাশার কাছাকাছি পৌঁছে যেতে পারে সে ব্যাপারে নিরবচ্ছিন্নভাবে তাদেরকে ফিডব্যাক দিয়ে গেছি।

সহপাঠীদের সাফল্যে নিজেকে গর্বিত ও সুখী মনে করেন জেরি। সিটিভি নিউজ টরন্টোকে তিনি বলেন, এটা অবশ্যই বিরাট অর্জন। পড়াশোনার ক্ষেত্রে আমি সবসময়ই সর্বোচ্চটা দিয়েছি। স্বীকৃতি পাওয়ার আর কোনো ভালো উপায় আমার জন্য ছিল না। এই স্বীকৃতির জন্য আমি সত্যিই খুব কৃতজ্ঞ।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.