রবিবার, মে ৫, ২০২৪
10.8 C
Toronto

Latest Posts

মামলা করলেন রজার্সের সাবেক সিইও

- Advertisement -
রজার্সের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জো নাটাল অন্যায়ভাবে চাকরিচ্যুতি ও চুক্তি ভঙ্গের অভিযোগে কোম্পানির বিরুদ্ধে মামলা করেছেন

রজার্সের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জো নাটাল অন্যায়ভাবে চাকরিচ্যুতি ও চুক্তি ভঙ্গের অভিযোগে কোম্পানির বিরুদ্ধে মামলা করেছেন। এতে অভিযোগ করা হয়েছে, রজার্সের চেয়ারম্যান এডওয়ার্ড রজার্স অন্যায় ও নিপীড়নমূলক আচরণ করেছেন।

অন্টারিও সুপিরিয়র কোর্ট অব জাস্টিসে দায়ের করা মামলায় নাটাল ২০২১ সালে তাকে বরখাস্তের মাধ্যমে তার ভাবমূর্তি ক্ষুণেœর জন্য এডওয়ার্ড রজার্স ও তার স্ত্রী সুজানে রজার্সকে অভিযুক্ত করেছেন।

- Advertisement -

তার অভিযোগের মধ্যে রয়েছে, সাবেক প্রধান নির্বাহীর ব্যাপারে মানহানীকর ভিডিও নির্মাণের জন্য তারা এইচবিওর সাকসেশনের অভিনেতা ব্রায়ান কক্সকে নিযুক্ত করেন। জীবৎকালে সাফল্যের জন্য এডওয়ার্ড রজার্সকে প্রশংসা করে বার্তা যুক্ত করা হয় এতে। এটা শেষ পর্যন্ত প্রচার করা হয় এবং এ নিয়ে গণমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়।

নাটাল বলেন, এ ঘটনায় তিনি তার প্রতিষ্ঠান নাটাল ইন্ডাস্ট্রিজ ইনকর্পোরেশন ২ কোটি ৪০ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন। এর মধ্যে ৪০ লাখ ডলার রয়েছে অপরিশোধিত বোনাস। এপ্রিলে রজার্সের শ কমিউনিকেশন অধিগ্রহণ সম্পন্নের জন্য এই বোনাস প্রাপ্ত হন তিনি।

নাটালের মুখপাত্র মিডটাউনপিআরের বিল ওয়াকার বলেন, রজার্সের মি. নাটালকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করাটা দুঃখজনক। শয়ের অধিগ্রহণের সময় তাকে দায়িত্বে রাখার কথা ছিল।

এ ব্যাপারে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও রজার্সের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.